বাংলাদেশঃ কুড়িগ্রামে ঘোড়া দিয়ে চাষাবাদ

বাংলাদেশঃ কুড়িগ্রামে ঘোড়া দিয়ে চাষাবাদ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি: তীব্র শীত উপেক্ষা ক‌রে চলতি ইরি-বোরো মৌসুমে কুড়িগ্রামের চিলমারীতে জ‌মে উঠে‌ছে চাষাবাদ।

সনাতন পদ্ধ‌তি‌তে গরু দি‌য়ে হালচাষ করলেও রোববার (২১ জানুয়ারি) ব্যতিক্রমী এক চিত্র দেখা গে‌ছে উপজেলার থানাহাট ইউনিয়নের পেদি খাওয়া বিল নামক জায়গায়। সেখা‌নে ঘোড়া দিয়ে জমিতে মই দিতে দেখা গেছে এক কৃষককে। এতে ক‌রে উৎপাদন খরচ বাঁচ‌বে ব‌লে জানান ওই কৃষক। ওই কৃষ‌কের নাম আব্দুল মজিদ। তিনি একই এলাকার ছোট কুষ্টারি গ্রা‌মের বাসিন্দা।

কৃষক আব্দুল মজিদ জানান, ৪২ শতক জমি চাষাবা‌দের জন্য প্রস্তুত কর‌ছেন। প্রথ‌মে ট্রাক্ট‌রের মাধ‌্যমে হালচাষ করেন। মই দেওয়ার সময় গরুর হা‌লের প্রয়োজন হ‌য়। এই জ‌মি‌তে মই দেওয়ার জন্য চা‌ষি‌কে কমপ‌ক্ষে ৫০০ টাকা দি‌তে হ‌বে। কিন্তু নি‌জের এক‌টি ঘোড়া থাকায় সে‌টি দি‌য়ে মই দেওয়া হ‌চ্ছে। ফ‌লে প‌রিশ্রম এবং খরচ দুটাই কম‌বে ব‌লে জানান তি‌নি‌।

চিলমারী উপজেলা কৃষি অফিসের উপসহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা নৃপেনন্দ্রনাথ সরকার জানান, চলতি ইরি-বোরো মৌসুমে ছয় হাজার ৭৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অর্জিত হয়েছে ৮২০ হেক্টর। এরমধ্যে হাইব্রিড ১০০ ও কালী বোরো ৭২০ হেক্টর।

(Feed Source: sunnews24x7.com)