আজ সেই মাহেন্দ্রক্ষণ। আজ ২২ জানুয়ারি, ২০২৪। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্টার হবে। আর সেই জমকালো অনুষ্ঠানের সাক্ষী হতে প্রস্তুত গোটা ভারত। সেই প্রস্তুতি, মন্দিরের সাজসজ্জা এবং অনুষ্ঠানের জন্য মন্দিরে আগত অতিথিদের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যম ছেয়ে গেছে। আর এই উৎসবকে উদযাপন করতে নিজস্ব কায়দায় এগিয়ে এল ডেয়ারি সংস্থা আমুলও। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে শেয়ার করা হল আমুল গার্ল-এর নতুন ডুডল। যা মুহূর্তের মধ্যে হল ভাইরাল। আমুলের এই ডুডল মন জিতে নেয় নেটিজেনদেরও।
নতুন এই ডুডল-এ আমুল গার্লকে দেখা যাচ্ছে রাম মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে। আর তার পাশেই লেখা ‘Temple of a billion hopes, Amul welcome it’। ২৪ ঘন্টার মধ্যেও, পোস্টটি ১ লক্ষ ৮ হাজার ৪৮৯ লাইক এবং শত শত মন্তব্য এসেছে।
‘কত সুন্দরভাবে তাঁরা নগ্ন পায়ে শ্রদ্ধা জানিয়েছে। জুতো পর্যন্ত সরিয়ে দিয়েছে,’ একটি মন্তব্য। অন্য একজন মন্তব্য করেছেন, ‘আমুল ইন্ডিয়া কখনই ভারতীয় সুখ উদযাপন করতে ব্যর্থ হয় না।’
এর আগেও আমুল তার ডুডল-এ রাম মন্দিরকে সম্মান জানায়। দিনটি ছিল ৫ অগস্ট বুধবার, অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই পুজো ও ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। ভারতের ইতিহাসে সেটিও ছিল নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ দিন। তখনও রাম মন্দির ভূমি পুজোকে উদযাপন করতে নিজস্ব কায়দায় এগিয়ে আসে ডেয়ারি সংস্থা আমুল। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে শেয়ার করা হল আমুল গার্ল-এর নতুন ডুডল। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেই ডুডল-এ আমুল গার্লকে দেখা যাচ্ছে রাম মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে। আর তার পাশেই লেখা Monumental occasion, All are invited। আমুলের এই ডুডল মন জিতে নিয়েছিল নেটিজেনদেরও।
উল্লেখ্য, রাম ভক্তদের কথায়, ৫০০ বছরের বন্দিদশা ঘুচিয়ে অবশেষে নিজ গৃহে প্রবেশ করলেন রামলালা। সরযূ নদীর পাড়ে সেজে উঠেছে রামনগরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানায় রাম জন্মভূমি। সাড়ে ১০টা নাগাদ তিনি পৌঁছে যান নব নির্মিত অযোধ্যা এয়ারপোর্টে। তারপর সেখানে থেকে অযোধ্যা হেলিপ্যাডে। হেলিকপ্টারে রামতীর্থে পৌঁছন মোদী। বেলা ঠিক ১২টা বেজে ২০ মিনিটে শুরু হয় মূল অনুষ্ঠান। যা চলে ১২টা বেজে ৫৫ মিনিট পর্যন্ত। মাত্র ৮৪ মিনিটে সম্পন্ন হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার-অনুষ্ঠান। যেখানে প্রধান যজমানের ভূমিকায় থাকেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি সকলকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বার্তা দিয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট। দেশজুড়ে বহু জায়গায় দেখানো হয় এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং।
(Feed Source: hindustantimes.com)