বাংলাদেশঃ মাদ্রাসা কর্মচারীকে পেটালো এমপির ক্যাডাররা

বাংলাদেশঃ মাদ্রাসা কর্মচারীকে পেটালো এমপির ক্যাডাররা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী প্রতিহিংসায় ফ্লিমি স্টাইলে চাঁদার দাবিতে মাদ্রাসার অফিসকক্ষে ঢুকে কর্মচারীকে পিটিয়েছে নব-নির্বাচিত স্বতন্ত্র এমপি অধ্যক্ষ আবদুর রশীদের ক্যাডাররা।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত কর্মচারী আলম মিয়া ওরফে ফরহাদ আলম (৩৫) ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেননি। গুরুতর আহত অবস্থায় তাকে ধনবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলম মিয়া অভিযোগ করেন, তিনি রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. মুরাদ হাসানের পক্ষে কাজ করেছিলেন।

এতে বিজয়ী স্বতন্ত্র এমপি অধ্যক্ষ মো. আবদুর রশীদের লোকজন তার ওপর ক্ষিপ্ত হয় এবং নির্বাচনে পর থেকেই তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবিসহ নানা হুমকি দিয়ে আসছিলেন।

সোমবার সকালে তিনি কর্মস্থল মাদ্রাসায় যান। এর কিছুক্ষণ পর ১০ টার দিকে এমপি আবদুর রশীদের ক্যাডার আওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার নেতৃত্বে রনি, মারুফ, রুবেল ও ছানুসহ একদল ক্যাডার অফিসকক্ষে ফ্লিমি স্টাইলে ঢুকে অতর্কিত আলমকে মারধর করে।

এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ধনবাড়ি হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে হামলার ঘটনায় অভিযুক্ত আওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুর রশিদের সমর্থক উজ্জল মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ পুরোপুরি সঠিক নয় দাবি করে বলেন, আমরা মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মান্নানের সাথে দেখা করতে গিয়েছিলাম নতুন করে ম্যানেজিং কমিটি করার জন্য কথা বলতে।

এ সময় মাদ্রাসার কর্মচারী আলম বলে উঠে, ‘আপনাদের মতো পাতি নেতার কথা শুনতে হবে’। এ সময় আমার সাথে থাকা কর্মীরা আলমকে ধাক্কা দিলে দরজার কপাটে লেগে মাথায় আঘাত পায়। এরচেয়ে বেশি কিছু না।

তবে নব-নির্বাচিত এমপি অধ্যক্ষ মো. আবদুর রশীদ মুঠোফোনে একাধিকবার কল দেয়ার পর ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। থানায় লিখিত অভিযোগ দিলে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

(Feed Source: sunnews24x7.com)