স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাৎ আছে, কী সেটা জানেন

স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাৎ আছে, কী সেটা জানেন

স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ভারতের দুটি গুরুত্বপূর্ণ দিন। এই দুটি দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তবে এই দুটি দিনের পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু তফাৎ রয়েছে।

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন

স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে উত্তোলন বলা হয়। এক্ষেত্রে পতাকা দণ্ডের নিচ থেকে উপরে তোলা হয়। এর কারণ হল ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে। সেই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই পদ্ধতি চলে আসছে। এককথায় বলতে গেলে, স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয়, কিন্তু মাটি স্পর্শ করে না। এটাকে ইংরেজিতে বলা হয় Hoist, অর্থাৎ উত্তোলন।

প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন

প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে উন্মোচন বলা হয়। এক্ষেত্রে পতাকা দণ্ডের উপরে আগে থেকেই বাঁধা থাকে। শুধুমাত্র পতাকাটি ভাঁজ করা থাকে। ২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতের সংবিধান কার্যকর হয়। সেই দিন থেকে ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই দিন থেকেই পতাকাটি দণ্ডের উপরে বাঁধা থাকে। প্রজাতন্ত্র দিবসের দিন পতাকাটির বাঁধন খুলে দেওয়া হয়। এককথায় বলতে গেলে, প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাঁধা থাকে, কিন্তু ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে খোলা হয় পতাকাটি। নামানো হয় না। মুক্ত করে দেওয়া কেবল। এই অনুষ্ঠানটিকে বলা হয় unfurl, অর্থাৎ উন্মোচন।

তবে প্রশ্ন হল, কেন দু’দিন দু’রকমের পতাকা উত্তোলন করা হয়? তার কারণ, ১৫ অগস্ট ভারত ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছিল, তাঁদের পরাধীনতার শৃঙ্খল থেকে উঠে দাঁড়িয়েছিল ভারত। তাই এদিন, অর্থাৎ ১৫ অগস্ট ১৯৪৭ সালে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই নিয়ম চলে আসছে। অন্যদিকে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। আর যেহেতু ভারত ততদিনে স্বাধীন হয়ে গেছিল তাই তখন ভারতের তিরঙ্গা উপরেই উড়ছে, নতুন করে তাকে আর তোলা হয় না। কেবল ভাঁজ করা থাকে, সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয় ২৬ জানুয়ারি।

সুতরাং,স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ভারতের স্বাধীনতা অর্জনের প্রতীক, আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন ভারতের প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের প্রতীক।

(Feed Source: hindustantimes.com)