মেডিক্যাল কলেজ মামলায় CBI রায় নিয়ে নজিরবিহীন সংঘাত

মেডিক্যাল কলেজ মামলায় CBI রায় নিয়ে নজিরবিহীন সংঘাত

সৌভিক মজুমদার, কলকাতা: মেডিক্যাল কলেজ মামলায় CBI রায় নিয়ে সংঘাত। মেডিক্যাল কলেজ মামলায় সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ। এফআইআর খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ‘আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে সিবিআইকে’, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। উল্টোদিকে এই নির্দেশ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, তাই তার এফআইআর খারিজ হবে না, সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআইকে দু’মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ।

রাজ্যের সরকারি মেডিক্য়াল কলেজে, সংরক্ষিত আসনে ভর্তিতে দুর্নীতি নিয়ে তুমুল সংঘাত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের মধ্য়ে।

গতকালই রাজ্যের সরকারি মেডিক্য়াল কলেজে, সংরক্ষিত আসনে ভর্তিতে দুর্নীতির অভিযোগের মামলায় নির্দেশ-পাল্টা নির্দেশের ছবি সামনে এসেছে। বুধবার ওই মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এই নির্দেশের ওপর তার কিছুক্ষণ পরেই মৌখিক দৃষ্টি আকর্ষণে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু, ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পরও CBI-কে অবিলম্বে FIR দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

(Feed Source: abplive.com)