মমতার পথেই নীতীশ, রাহুলের ন্যায় যাত্রায় যাওয়ার মন নেই বিহারের মুখ্য়মন্ত্রীর

মমতার পথেই নীতীশ, রাহুলের ন্যায় যাত্রায় যাওয়ার মন নেই বিহারের মুখ্য়মন্ত্রীর

অনির্বান গুহরায়

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় কি অংশ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী? যে ইঙ্গিত মিলছে তাতে বোঝা যাচ্ছে ৩০ জানুয়ারি বিহারে ভারত জোড়ো ন্য়ায় যাত্রার আয়োজন করা হলেও তাতে সম্ভবত অংশ নেবেন না নীতীশ কুমার। পূর্ণিয়ায় এই সভা হবে।

জেডিইউ নেতৃত্বের দাবি, মুখ্য়মন্ত্রী রাহুল গান্ধীর সভায় অংশ নেবেন না। এনিয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁর মতে, এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। এর সঙ্গে বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের ব্যাপারটিও রয়েছে।

জেডিইউ মুখপাত্র রবি রঞ্জন জানিয়েছেন, পূর্ণিয়াতে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তিনি জানিয়েছেন, এখনও সময় আছে। দল  কোনও সিদ্ধান্ত নেয়নি। ২৭ তারিখের মধ্য়ে আমরা জানাতে পারব সিএম কংগ্রেসের সভায় অংশ নেবেন নাকি নেবেন না।

১৫ জানুয়ারি মণিপুর থেকে ন্য়ায় যাত্রা শুরু করেছিলেন রাহুল। বিহারে এই ন্যায় যাত্রায় বিহারের মুখ্যমন্ত্রীকে আসার আহ্বান জানানো হয়েছিল। ২৯ জানুয়ারি এই যাত্রা বিহারের কিষানগঞ্জে আসবে। পূর্ণিয়ায় ৩০ জানুয়ারি সভা। সেখানে লালু প্রসাদ ও তেজস্বী যাদবেরও আমন্ত্রণ রয়েছে। ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রাক্তন বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি কাউকাব কাদরি জানিয়েছেন, আমাদের দলের তরফে নীতীশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি আসবেন না বলে কোনও খবর পাইনি।

কিন্তু কেন এই পরিস্থিতি? সূত্রের খবর, আসলে আসন সমঝোতা নিয়ে নানাভাবে দেরি করা হচ্ছে। এনিয়ে ক্ষুব্ধ নীতীশ। এমনকী ইন্ডিয়া জোটের আহ্বায়ক হওয়ার আমন্ত্রণও প্রত্যাখান করেছেন তিনি।

এদিকে একটা জল্পনা ছড়িয়েছে যে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন নীতীশ কুমার। এমনকী তিনি বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াতে পারেন বলেও নানা কথা শোনা যাচ্ছে। এমনকী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া নিয়েও নীতীশ বুধবারই মোদীর প্রশংসা করেছেন বলে খবর। এমনকী পরিবারবাদের বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলেছেন। এদিকে আরজেডি নেতা লালু প্রসাদের মেয়েও আবার এক্স হ্যান্ডেলে নীতীশ কুমারের পরিবারবারবাদের বিরুদ্ধে তোপকে কটাক্ষ করেছেন।

(Feed Source: hindustantimes.com)