ডিএলএডে কমল তিনগুণেরও বেশি পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয়-কলেজ সংঘাত চরমে

ডিএলএডে কমল তিনগুণেরও বেশি পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয়-কলেজ সংঘাত চরমে

প্রাথমিক শিক্ষকতার প্রশিক্ষণের কোর্স ডিএলএডে রাজ্যজুড়ে পরীক্ষার্থী এক ধাক্কায় কমল প্রায় সাড়ে তিন গুণ। রাজ্যের বিভিন্ন ডিএলএড কলেজে অনলাইনে ভর্তি হওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলেই পরীক্ষার্থী কমেছে বলে জানাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অধিকর্তারা। অন্যদিকে বিএড কলেজ নিয়েও চলছে জোর টানাপোড়েন। রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে অফলাইনে পড়ুয়া ভর্তি ঘিরে বিএড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টানাপোড়েন চলছে বিএড-এর নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় আম্বেদকর ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজগুলির মধ্যে। এই সংঘাতে চিন্তিত কোর্সের শিক্ষার্থীরা। ২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড পার্ট-২-এর পরীক্ষা হয়েছে গত ১৭ থেকে ১৯ জানুয়ারি। এই পরীক্ষায় বসেন ৪৫ হাজারের কাছাকাছি পড়ুয়া। অন্যদিকে সোমবার শুরু হয়েছে ডিএলএড-এর পার্ট-১-এর পরীক্ষা। এই পরীক্ষায় পরীক্ষার্থী এক ধাক্কায় কমে গিয়ে হয়েছে ১২ হাজার অর্থাৎ, তিনগুণেরও বেশি কমে গিয়েছে শিক্ষার্থীর সংখ্যা।

শিক্ষা দফতরের এক কর্তার জানাচ্ছেন, ২০২১ এবং ২০২২ শিক্ষাবর্ষে ডিএলএদের ভর্তির ক্ষেত্রে অনেকটাই ফারাক হয়েছে। তার কারণ মধ্যবর্তী সময়েই শিক্ষা নিয়োগে দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই এই কোর্সগুলি পড়ার ব্যাপারে অনীহা সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের। সার্বিকভাবে শিক্ষকতার চাকরিতে নিয়োগ নিয়ে দুশ্চিন্তার সকলেই। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানাচ্ছেন ‘ডিএলএড কলেজে ভর্তিতে স্বচ্ছতা এসেছে। ২০২২-২৪ শিক্ষাবর্ষে ৬৫৭টি ডিএলএড কলেজে শুধু অনলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের অনুমোদন দেওয়া হয়েছে বলেই পরীক্ষার্থী এতটা কমেছে।’

গৌতমবাবু আরও বলেন, ‘২০২২-এর অগস্টে দায়িত্ব নিয়ে দেখি, ২০২১-২৩ সালে ডিএলএডে অনলাইন ছাত্রছাত্রী ভর্তির নিয়ম থাকলেও অফলাইনে ২৫ হাজারেরও বেশি ভর্তি হয়েছেন। এঁদের জন্য পর্ষদের অ্যাড হক কমিটি ওয়ান টাইম রিল্যাক্সেশন দেয়। কিন্তু ২০২২-২৪ শিক্ষাবর্ষে ডিএলএড-এ পুরোপুরি অনলাইন ভর্তি নিশ্চিত করা হয়েছে।’ প্রসঙ্গত বিএড-এর মত ডিএলএড-এর ক্ষেত্রেও শুধু অনলাইনে পড়ুয়া ভর্তির ক্ষেত্রেই পর্ষদ এবং কলেজগুলির মধ্যে বিরোধীতা চরমে ওঠে, যা পৌঁছায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত অনলাইন ভর্তির ক্ষেত্রেই সিলমোহর দিয়েছে আদালত। ডিএলএড পরীক্ষার ক্ষেত্রে আরেকটি সমস্যাও চোখে এসেছে। বেশ কিছু ডিএলএড কলেজ অফলাইনে পড়ুয়া ভর্তি করেছে পর্ষদের স্বীকৃতি ছাড়াই। এই সকল পড়ুয়া ডিএলএড পার্ট-১ পরীক্ষায় বসতে পারেনি ঠিকভাবে।

(Feed Source: hindustantimes.com)