বোপান্না অস্ট্রেলিয়ান ওপেন জিততেই উচ্ছ্বাস নাদালের, দিলেন ইনস্টাগ্রাম স্টোরি

বোপান্না অস্ট্রেলিয়ান ওপেন জিততেই উচ্ছ্বাস নাদালের, দিলেন ইনস্টাগ্রাম স্টোরি

শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। দাপটের সঙ্গে জিতেছে একাধিক তরুণ ও তারকা খেলোয়াড়রা। প্রায় অধিকাংশ ম্যাচই ছিল হাড্ডাহাড্ডি। তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন মুখে হাসি ফুটিয়েছে ভারতীয়দের। কারণ এই বছর পুরুষদের ডাবলসের ফাইনালে জিতেছেন ভারতের রোহান বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেন জুটি। লম্বা সময় ধরে লড়াই করে জয় নিজেদের ঝুলিতে তুলেছে এই জুটি। তবে এই জয়তে খুশি হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি স্টোরি শেয়ারের মাধ্যমে ভারতীয় তারকার ঐতিহাসিক জয় উদযাপন করেছেন তিনি। নাদালের এই কীর্তি মন ছুঁয়েছে সকল টেনিসপ্রেমীর। অধিকাংশেরই বক্তব্য যে নাদাল শুধু টেনিস কোর্টেই রাজা নন, স্টেডিয়ামের বাইরেও তিনি সবার সেরা।

শনিবার ছিল অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের ফাইনাল। এদিন মুখোমুখি হন বোপান্না-এবডেন ও বোলেল্লি-ভাবাসরি জুটি। প্রায় দুই ঘণ্টার কাছাকাছি চলে ম্যাচ এবং অবশেষে ৭-৬, ৭-৫ ফলাফলে ম্যাচ জিতে নেয় বোপান্না ও এবডেন। এই জয়ের সঙ্গে একটি বড় রেকর্ড গড়েন ভারতীয় টেনিস তারকা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি, তিনি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই খেতাব পাওয়ার কৃতিত্বও অর্জন করেন। এর আগে ২০২২ সালে, ৪০ বছর বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন জিন জুলিয়ান রজার। তাঁর পার্টনার ছিলেন মার্সেলো আরাভেলা।

তবে বোপান্নার এই জয় শুধু ভারতবাসীর মুখে নয়, হাসি ফুটিয়েছে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালেরও মুখে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি স্টোরি শেয়ার করেন তিনি এই প্রসঙ্গে এবং ক্যাপশনে লেখেন, ‘অভিনন্দন জানাই তোমায় রোহন এই ঐতিহাসিক এবং দুর্দান্ত জয়ের জন্য।’ এই দৃশ্য প্রকাশ্যে আসতে সকলেই প্রশংসা শুরু করেন নাদালের। টেনিসপ্রেমীদের একটাই বক্তব্য যে নাদালের মতো বড় মন আর কারোর নেই। অনেকে এটাও দাবি করেন যে টুর্নামেন্টে অংশগ্রহণ না করতে পারলেও, নিজের উপস্থিতি তিনি ভালো করেই বুঝিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, জয়ের পরে এক সাক্ষাৎকারে নিজের মুখ খুলেছিলেন বোপান্না। তিনি বলেছিলেন, ‘আমার খেলার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত এটাই এবং আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা খুশি এই জয় পেয়ে। অনেক কথা আমার মনের মধ্যে জমে ছিল বহুদিন ধরে। বছরের শুরুটা এত সুন্দর ভাবে হয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না।’

(Feed Source: hindustantimes.com)