বাজেট অধিবেশনের আগে ১১ জন রাজ্যসভা সাংসদের সাসপেনশন প্রত্যাহার

বাজেট অধিবেশনের আগে ১১ জন রাজ্যসভা সাংসদের সাসপেনশন প্রত্যাহার

নয়াদিল্লি: বাজেট অধিবেশনের (Budget Session 2024) আগে ১১ জন রাজ্যসভা সাংসদের সাসপেনশন (Rajya Sabha MP Suspension Withdrawn) প্রত্যাহার করলেন চেয়ারম্যান। আগামীকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় থাকতে পারবেন ওই ১১ জন সাংসদ।

যা জানা গেল…
সূত্রের খবর, চেয়ারম্যান জগদীপ ধনকড় সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের জন্য রাজ্যসভার রুলের ২০২ নম্বর এবং ২৬৬ নম্বর ধারা প্রয়োগ করেন। এদিনের এই সিদ্ধান্তের পর, গত শীতকালীন অধিবেশনে সাসপেন্ড সকল সাংসদেরই সাসপেনশন প্রত্যাহার হয়ে গেল বলে দাবি ওয়াকিবহাল মহলের। কী ভাবে? একবার দেখে নেওয়া যাক।

ফিরে দেখা…
সংসদে ‘স্মোক-ক্যান’ কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে উত্তাল হয়েছিল গত শীতকালীন অধিবেশন। রাজ্য়সভা এবং লোকসভা মিলিয়ে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয় সেই প্রতিবাদে-বিক্ষোভে। এর মধ্যে, অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল ছিল ১৩২ জন সাংসদের। ওয়াকিবহাল মহলের দাবি, এঁদের ক্ষেত্রে, অধিবেশন শেষ হওয়ার সঙ্গেই সাসপেনশনের মেয়াদও শেষ হয়ে যায়। বাকি ১৪ জন সাংসদের মধ্যে ১১ জন ছিলেন রাজ্যসভার, ৩ জন লোকসভার। এঁদের বিষয়টি সংশ্লিষ্ট কক্ষেরপ প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। গত ১২ জানুয়ারি, লোকসভার প্রিভিলেজ কমিটি ৩ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে। বাকি ছিলেন ১১ জন রাজ্যসভা সাংসদ। তাঁদেরও সাসপেনশন প্রত্যাহার হল আজ।
শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য় জানিয়েছিলেন, সংসদের ভিতর নিরাপত্তার বিষয়টি সচিবালয়ের এক্তিয়ারভুক্ত। বলেন, ‘লোকসভার সচিবালয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে না। আমরা সেটার অনুমতিও দিতে পারি না।’ তার পরও বিক্ষোভ চলে। বিরোধী শিবিরের যুক্তি ছিল, কোনও রকম আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এতজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।

স্মোক ক্যান কাণ্ড…
সংসদে হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় স্মোক ক্যান নিয়ে তাণ্ডব চালিয়েছিল ২ যুবক। সংসদ কক্ষের ভিতরে স্মোক ক্যান থেকে গ্যাস ছড়িয়ে দেওয়া হয়। সাংসদরাই ধরে ফেলেন ওই দুজনকে। তখনই সংসদের বাইরে গ্রেফতার হন ২ জন, তাঁরা স্মোক ক্যান চালিয়ে স্নোগান দিচ্ছিলেন। সাড়ম্বরে নতুন সংসদ ভবন উদ্বোধনের ৬ মাসের মধ্যেই পার্লামেন্টের নিরাপত্তা ‘বেআব্রু’ হয়ে পড়ার অভিযোগ ওঠে। কড়া নিরাপত্তার ফাঁক গলে সংসদের ভিতরে স্মোক ক্যান নিয়ে কীভাবে ঢুকলেন ওই ২ জন তা নিয়েও প্রশ্ন ওঠে।

(Feed Source: abplive.com)