লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি হবে কোল ইন্ডিয়ায়- ১.৫ লাখ পর্যন্ত বেতন, কীভাবে আবেদন ?

লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি হবে কোল ইন্ডিয়ায়- ১.৫ লাখ পর্যন্ত বেতন, কীভাবে আবেদন ?

Coal India Recruitment: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ। মাসে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন। কোল ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। বিগত ২৫ জানুয়ারি এই বিজ্ঞপ্তি জারি করে ‘অ্যাডভাইসর (সোলার)’ পদে নিয়োগ করা হবে, তবে এই নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক (Coal India Recruitment)। শুধুমাত্র অবসরপ্রাপ্ত ব্যক্তিরাই এই পদে আবেদন করতে পারবেন। কীভাবে করবেন আবেদন ? বেতন ছাড়া আরও কী সুবিধে মিলবে ?

শূন্যপদ

অ্যাডভাইসর (সোলার) পদে নিয়োগ হবে কোল ইন্ডিয়ায়। এই নিয়োগ পূর্ণ সময়ের জন্য হলেও চুক্তিভিত্তিক, স্থায়ী চাকরি নয়।

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি প্রকৌশলী হতে হবে। অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার কিংবা তদুর্ধ্ব পদে অবসর নেওয়া প্রার্থীই এই আবেদনের যোগ্য। এল ২১ পে ম্যাট্রিক্সে সর্বশেষ বেতন পেয়ে থাকতে হবে প্রার্থীকে।

বয়সসীমা

চুক্তির (Coal India Recruitment) মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কোনওভাবেই প্রার্থীর বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না।

বেতনক্রম

অবসরপ্রাপ্ত কর্মীদের পদ অনুযায়ী বেতন কাঠামোতে পার্থক্য রয়েছে। তবে এই পদে ন্যূনতম ৭৫ হাজার টাকা থেকে শুরু করে মাসিক ১.৫ লক্ষ টাকা সর্বোচ্চ বেতন পাওয়া যাবে।

অন্যান্য সুবিধে

    • যাতায়াত এবং থাকার ব্যবস্থা সংস্থার নিজস্ব। তবে যদি কোনও ক্ষেত্রে তা না পাওয়া যায়, সংস্থার তরফে যাতায়াত খরচ হিসেবে ৫ শতাংশ মাসিক কনসলিডেটেড পে (Coal India Recruitment) এবং থাকার জন্য ৮ শতাংশ থেকে ২৪ শতাংশ পর্যন্ত মাসিক কনসলিডেটেড পে দেওয়া হবে। এই অতিরিক্ত অর্থ বেতনের সঙ্গে যুক্ত হয়েই প্রার্থীকে দেওয়া হবে।
    • মোবাইলের বিলের ক্ষেত্রে মাসে মোবাইল ফোনের বিল কিংবা মাসিক ৭৫০ টাকা যে পরিমাণ কম থাকবে সেই টাকা দেওয়া হবে প্রার্থীকে।
    • ছয় মাসে ১৫ দিনের সবেতন ছুটি অতিরিক্ত পাবেন কর্মী। তার সঙ্গে TA বা DA তো রয়েইছে।

কর্মস্থল

এই পদে নির্বাচিত প্রার্থীকে রাজস্থানের জয়পুরে থেকে কাজ করতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে সমস্ত নথি সহ নিজের আবেদনপত্র পাঠাতে পারবেন।

আবেদনের শেষ দিন

আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩টের মধ্যে সংশ্লিষ্ট দফতরে (Coal India Recruitment) আবেদনপত্র পাঠাতে হবে। এরপরে কোনওরকম আবেদনপত্র গৃহীত হবে না।

বিস্তারিত জানতে নজর রাখুন সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এবং বিজ্ঞপ্তি ভালভাবে পড়েই আবেদন করুন।

(Feed Source: abplive.com)