শিক্ষা খাতে মোট বরাদ্দ বাড়ল সামান্য, এক ধাক্কায় UGC-র টাকা কমল ৫৩ শতাংশ!

শিক্ষা খাতে মোট বরাদ্দ বাড়ল সামান্য, এক ধাক্কায় UGC-র টাকা কমল ৫৩ শতাংশ!

আজ সংসদে পেশ করা হল অন্তর্বর্তীকালীন বাজেট। এই বাজেটে উচ্চশিক্ষার ওপর নজর দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এর মধ্যে জানা গেল ইউজিসি-র জন্যে বরাদ্দ কমেছে এক ধাক্কায় ৫৩ শতাংশ। বাজেট নথি অনুযায়ী, এবছর ১.২০৬ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা খাতে। এদিকে গতবছর বরাদ্দ থিল ১ লাখ ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই আবহে গতবছরের তুলনায় ৬.৮ শতাংশ বেড়েছে বরাদ্দ। আর ইউজিসির জন্য বরাদ্দ কমেছে ৫৩.৩ শতাংশ।

জানা গিয়েছে, স্কুল শিক্ষার জন্য ৭৩ হাজার ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে উচ্চশিক্ষা খাতে ৪৭ হাজার ৬১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে গতবছর যখন ইউজিসির বরাদ্দ ছিল ৫৩৬০ কোটি টাকা, এবছর তা ৫৩ শতাংশ কমে ২৫০০ কোটি টাকা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির বরাদ্দ ১১ হাজার ৫২৮ কোটি থেকে বাড়িয়ে ১৫ হাজার ৯২৮ কোটি টাকা করা হয়েছে। এদিকে আইআইএম প্রতিষ্ঠানগুলির বাজেট ৬০০ কোটি থেকে কমিয়ে ২১২ কোটি টাকা করা হয়েছে এবছর।

এদিকে আজ বাজেট পেশের সময় নির্মলা দাবি করেন, স্কিল ইন্ডিয়া মিশনে ১.৪ কোটি যুবককে প্রশিক্ষিত করা হয়েছে। ৩০০০টি নতুন আইটিআই প্রতিষ্ঠা করেছে। ৭টি আইআইটি, ১৬টি আইআইআইটি, ৭টি আইআইএম, ১৫টি এআইআইএমএস এবং ৩৯০টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে আমাদের সরকারের দ্বারা। আজ বাজেটে শিক্ষামন্ত্রী বলেন, ‘সমৃদ্ধি নির্ভর করে যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের উপর। জাতীয় শিক্ষানীতি রূপান্তরমুখী সংস্কারের সূচনা করছে। প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া (পিএম এসএইচআরআই) উচ্চ মানের শিক্ষা প্রদান করছে এবং সামগ্রিকভাবে পড়ুয়াদের মনের বিকাশ ঘটাচ্ছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘১০ বছরে উচ্চশিক্ষায় মহিলাদের ভর্তির হার ২৮ শতাংশ বেড়েছে। স্টেম কোর্সে ৪৩ শতাংশ নারী ভরতি হয়েছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এই সমস্ত পদক্ষেপগুলি কর্মশক্তিতে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণে প্রতিফলিত হচ্ছে।’

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা কীভাবে বাড়ানো যায়, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই আগে বলেছিলেন যে ২০১৪ সালে ৫১,৩৪৮ সিট ছিল মেডিক্যালে। গত দশ বছরে এই সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে বর্তমানে প্রায় ১.১ লাখ ছাত্র স্নাতক স্তরে ডাক্তারি পড়ছেন। এই সংখ্যাটি দেড় লাখ অবধি নিয়ে যেতে চায় সরকার। ২০২৯ সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছতেই এদিনের বাজেটে কমিটি গঠন করার কথা বলা হয়েছে।

(Feed Source: hindustantimes.com)