‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, AI দিয়ে বড় চমক সৃজিতের

‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, AI দিয়ে বড় চমক সৃজিতের

বাংলা সিনেমায় অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন AI প্রযুক্তি, তাও আবার ডাবিং-এর কাজে। মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে এই সিনেমাষ। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। এখানে মৃণালের চরিত্রে এখানে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। আর এই ছবিতেই জিতু কমল থাকছেন সত্যজিতের চরিত্রে।

এর আগেও অনীক দত্তের অপরাজিত ছবিতে দেখা গিয়েছে জিতুকে সত্যজিৎ রায় হিসেবে। তবে এবার সৃজিতের হাত ধরে আসছে নতুন চমক। তথাকথিতভাবে ডাবিং না করে, সৃজিত ব্যবহার করছেন AI টুল। যাতে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। বর্তমানে আর্টিফিসিয়াল ইনট্যালিজেন্স নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, তাতে নিসন্দেহে সৃজিতের এই পদক্ষেপ বড় বদল আনবে বাংলা সিনেমার কাজে।

দিনকয়েক আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। যা ফেলে দিয়েছিল হইচই। আর তারপর খোদ সত্যিজিতের গলা ফিরিয়ে আনার যে উদ্যোগ নিলেন সৃজিত, তা নিসন্দেহে প্রশংসার দাবি রাখে।

বাংলা সিনেমাতে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি, পরিচালক সৃজিতের নেওয়া এই উদ্য়োগের ফলে বাংলা সিনেমায় AI-এর ব্যবহারের একাধিক রাস্তা খুলে দেয়। পরবর্তীতে বায়োপিক বানাতেও নিঃসন্দেহে ব্যবহার করা যাবে এহেন ডাবিং পদ্ধতি।

প্রসঙ্গত, এই ছবিতে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। এছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক সিনেমার একটি ক্লিপিংস। যাতে দেখা গিয়েছিল, মৃণাল সেন রূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায় রূপী জিতু কমল কথোপকথনে ব্যস্ত। তাঁরা একে অন্যের সঙ্গে একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন। চঞ্চল চৌধুরীর বাচনভঙ্গী থেকে শুরু করে তাঁর শরীরী গরণ, সবের সঙ্গেই মৃণাল সেনের মিল খুঁজে পান দর্শকরা। সত্যজিতের লুকে তো আগেই জিতু চোখ টেনেছে দর্শকের। তবে এই ক্লিপিংসে জিতু-র গলার আওয়াজ নিয়ে অনেকেই তুলেছিল প্রশ্ন। হয়েছিল ট্রোল। তবে খুব সম্ভবত AI ব্যবহারের পরে এরকম কোনও ত্রুটিই আর খুঁজে পাবেন না দর্শকেরা।

(Feed Source: hindustantimes.com)