পাথর ছুঁড়ছিল পাচারকারীরা, ত্রিপুরায় আহত বিএসএফ জওয়ান

পাথর ছুঁড়ছিল পাচারকারীরা, ত্রিপুরায় আহত বিএসএফ জওয়ান

প্রিয়াঙ্কা দেববর্মন

পাচারকারীদের ছোঁড়া পাথরের আঘাতে গুরুতর আহত এক বিএসএফ জওয়ান। তার মুখ ও শরীরে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। পাচারকারীরা বিএসএফকে নিশানা করে পাথর ছুঁড়েছিল বলে অভিযোগ। ত্রিপুরার সেপাহিজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা। রবিবার বিএসএফের জনসংযোগ আধিকারিক একথা জানিয়েছেন।

স্থানীয় থানায় মামলা করা হয়েছে। পাচারকারীদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আহত জওয়ানের নাম মহম্মদ রাহুল আমিন। তাঁকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিআরও জানিয়েছেন, ওই জওয়ানকে কুলুবারি বিওপিতে মোতায়েন করা ছিল। সেই ৩ ও ৪ ফেব্রুয়ারির মাঝের রাতে পাচারকারী পাথর ছোঁড়ে।

তবে আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে ত্রিপুরায় সব মিলিয়ে ৮৫৬ কিমি সীমান্ত রয়েছে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে তার সীমান্ত রয়েছে। তবে কিছু এলাকায় বেড়া দেওয়ার বাকি রয়েছে।

প্রসঙ্গত এর আগে ২০২২ সালের অগস্ট মাসে উত্তর জেলাতে এক বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়েছিল। সেই সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্য তাকে নিশানা করে গুলি চালিয়েছিল। তার জেরেই মৃত্যু হয় তাঁর। এবার পাথর ছোঁড়ার অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে।

(Feed Source: hindustantimes.com)