Jaya Ahsan: 'সবকিছুরই একটা পরিমিতিবোধ থাকা উচিত', পুনমকাণ্ডে সরব জয়া এহসান

Jaya Ahsan: 'সবকিছুরই একটা পরিমিতিবোধ থাকা উচিত', পুনমকাণ্ডে সরব জয়া এহসান

অনসূয়া বন্দ্যোপাধ্যায়: ওপার বাংলায় কাজ শুরু করলেও এপার বাংলার অন্যতম কাছের মানুষ তিনি। জয়া এহসান (Jaya Ahsan)। সৌকর্য্য ঘোষালের আপকামিং ছবি ‘ভূতপরী’-তে দেখা যাবে তাঁকে। ট্রেলারেই হরর ছবির বিষয় সম্পর্কে বোঝা গিয়েছিল। এমন সুন্দর ভূত আগে কখনও দেখা যায় নি,এমন প্রতিক্রিয়া ঘুরে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জয়া এহসানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। জয়া এহসানের মতে তাঁর অন্যতম পছন্দের কো-স্টার ঋত্বিক চক্রবর্তী।

অভিনেত্রীকে কী টেনেছিল সবচেয়ে বেশি? জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জয়া এহসান জানান-‘ছবির নাম শুনে প্রচুর প্রশ্ন মনে ভিড় করেছিল। একে একে সৌকর্য্য সব প্রশ্নের উত্তর দিতে আমার মনে হয়েছিল এই ছবিটি করব। আমি নিজে ভূতে বিশ্বাসী নই তবে একটি শক্তি অনুভব করি। সুপার ন্যাচরাল পাওয়ার যে আছে তা আমি মানি।’ নায়িকার বাড়িতে প্রচুর পোষ্য, কথায় আছে পোষ্যরা সবার আগে আত্মাকে দেখতে পায়। এমন কোনও অভিজ্ঞতা হয়েছে কখনও? সে কথা জানতে চাইলে তিনি বলেন- ‘আমার এক বোনের বাড়িতে আমার এক পোষ্যর অন্যরকম আচরণ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারোর দিকে তেড়ে যাচ্ছিল, চিত্‍কার করে উঠছিল অযথা। আমি অনুভব করেছিলাম সেদিন। আমি শুনেছি ওরা আগে ফিল করতে পারে।’

সম্প্রতি ‘কড়ক সিং’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে জয়া এহসানকে। পঙ্কজ ত্রিপাঠি-র সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্তর কথা জানতে পেরে অভিনেতার মতে-‘অভিনেতা বল বা পরিচালক, সকলেরই সাময়িক কাজ থেকে বিরতি নেওয়া উচিত্‍। হার্ড ডিস্কে একসঙ্গে অনেক কিছু জমে গেলে ঠিক যেমন ক্লিন করতে হয় একেবারে সেইরকম।’

পুনম পান্ডে নিয়ে তোলপাল চারিদিক। এহেন ঘটনা শুনে খানিক অবাক জয়া এহসান। তিনি জানান সব কিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত্‍ নয়। আমার ক্ষেত্রেও এমন হয়েছিল একবার। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল, জয়া এহসান হারিয়ে গিয়েছে এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেনের। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাঁদের কথা ভুলে গেলে চলবে না।’

(Feed Source: zeenews.com)