পতনের শেষ ? ঘুরে দাঁড়াল পেটিএমের শেয়ার ! এখন বিনিয়োগের সময় ?

পতনের শেষ ? ঘুরে দাঁড়াল পেটিএমের শেয়ার ! এখন বিনিয়োগের সময় ?

Stock Market Update: রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সঙ্গে আলোচনার পরই বদলে গেল পেটিএমের শেয়ারের হাল(Paytm Share Price)? টানা তিনদিন পতনের পর আজ অবশেষে ‘বটম’ তৈরি করেছে কোম্পানি। এখনই বিনিয়োগের (Investment) সেরা সময় ?

আজ স্টকে ৫ শতাংশ বৃদ্ধি
টানা তিনদিনে 20,500 কোটি টাকার ক্ষতির পর আজ ঘুরে দাঁড়িয়েছে পেটিএমের শেয়ার। এদিন স্টকটি 5% বেড়ে বিএসইতে 459 টাকা ডে-হাই ছুঁয়েছে। সম্প্রতি গ্লোবাল ব্রোকারেজ ফার্ম 600 টাকার টার্গেট মূল্য দিয়েছে পেটিএমকে। তারপরই বেড়েছে শেয়ারের প্রাইস। এ ছাড়াও কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে মর্গ্যান স্ট্যানলি।

২৪৩ কোটি টাকার বিনিয়োগ পেটিএমে
পেটিএম নিয়ে ডামাডোলের মধ্যেই ওয়ান৯৭ কমিউনিকেশনের ৫০ লাখ শেয়ার কিনে নিল মর্গ্যান স্ট্যানলি। আন্তর্জাতিক আর্থিক পরিষেবা প্রদানকারী এই সংস্থা শুক্রবার এই শেয়ার কিনে নেয়। খোলা বাজারের লেনদেন চলাকালীন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে  শেয়ার কেনা হয়। প্রসঙ্গত, কেনার সময় প্রতি শেয়ারের দাম ছিল ৪৮৭.২০ টাকা। ৫০ লাখ শেয়ার কিনে মোট ২৪৩.৬ কোটি টাকার বিনিয়োগ করল মর্গ্যান স্ট্যানলি। আমেরিকান সংস্থার এশিয়া (সিঙ্গাপুর) শাখা এই শেয়ার কিনে নেয়। তবে বিক্রেতার তথ্য জানা যায়নি।

পেটিএম (Paytm)  ঘিরে বড় খবর আসতে পারে শীঘ্রই। বাজার (Share Market) বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারে এই শেয়ার। সোমবার কোম্পানির সঙ্গে হয়েছে এই আলোচনা।

সোমবারের পরই আশা দেখাচ্ছে স্টক
সূত্রের খবর, সোমবার 5 ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সঙ্গে আলোচনা করেছেন  Paytm-এর প্রতিষ্ঠাতা-সিইও বিজয় শেখর শর্মা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর রিজার্ভ ব্যাঙ্কের কিছু নিষেধাজ্ঞা নিয়ে হয়েছে এই বৈঠক। সূত্রের উল্লেখ করে এই খবর জানিয়েছে রয়টার্স। মূলত, অনুমোদিত – Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL)-এর উপর আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে হয়েছে এই আলোচনা।

পেটিএম ব্যাঙ্কের ওপর কী নিষেধাজ্ঞা
কেন্দ্রীয় ব্যাঙ্ক 30 জানুয়ারি পিপিবিএলকে মার্চ থেকে তার অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেটগুলিতে নতুন আমানত গ্রহণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি না মেনে না চলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে Paytm-এর শেয়ারের পতন ঘটেই চলেছে।

নিষেধাজ্ঞার সময়সীমা বাড়বে ?
রয়টার্সের সূত্র বলছে, আরবিআই-এর সঙ্গে মূলত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর আর্ঝি জানিয়েছে পেটিএণ। 29 ফেব্রুয়ারির পরেও সময়সীমা বাড়ানোর জন্য কোম্পানির তরফে অনুরোধ করা হয়েছে। এছাড়াও  পেটিএম ওয়ালেটগুলির জন্য লাইসেন্স ট্রান্সফারের বিষয়ে আরবিআইয়ের কাছে স্পষ্ট জানতে চেয়েছে সংস্থা। পাশাপাশি ব্যবসা ও Fastag ডিজিটাল হাইওয়ে টোল পেমেন্ট পরিষেবার ক্ষেত্রেও আলোচনা হয়েছে।

Paytm-এর শেয়ারে ৪৫ শতাংশ ক্ষতি
রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার পর মাত্র তিনদিনেই ধস নেমেছে Paytm-এর শেয়ারে। আরও একটি সূত্র বলছে, আরবিআই আলোচনার পরও কোম্পানিকে সময়সীমা বৃদ্ধির বিষয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি। ইতিমধ্যেই 5 ফেব্রুয়ারি পর্যন্ত Paytm শেয়ারহোল্ডারদের $2.5 বিলিয়ন ক্ষতি হয়েছে।

(Feed Source: abplive.com)