এখনই উঠে যাচ্ছে না দশমের বোর্ড পরীক্ষা, হবে ২০২৬ সালেও! বিজ্ঞপ্তিতে মত শিক্ষকদের

এখনই উঠে যাচ্ছে না দশমের বোর্ড পরীক্ষা, হবে ২০২৬ সালেও! বিজ্ঞপ্তিতে মত শিক্ষকদের

২০২৬ সালের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার পাঠ্যক্রম প্রকাশ করা হল। আর তা দেখে বিভিন্ন স্কুলের শিক্ষকরা মনে করছেন যে ২০২৬ সাল পর্যন্ত দশম শ্রেণিরও বোর্ড পরীক্ষা হচ্ছে। অর্থাৎ আলাদাভাবে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। নয়া জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, দশম শ্রেণিতে পৃথকভাবে বোর্ড পরীক্ষা থাকছে না।

এমনিতে নয়া জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি মাত্র বোর্ড পরীক্ষা হবে। দ্বাদশ শ্রেণিতে সেই পরীক্ষা হবে। দশম শ্রেণিতে যে বোর্ড পরীক্ষা হয়ে আসছে, সেটা আর হবে না। দশম শ্রেণিতে পৃথকভাবে মূল্যায়ন করা হবে বলে ঠিক করা হয়েছে। একেবারে দ্বাদশ শ্রেণিতে গিয়ে পড়ুয়ারা বোর্ড পরীক্ষা দেবেন বলে ঠিক হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। কিন্তু আইসিএসই এবং আইএসসি পরীক্ষার যে পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে, তাতে ২০২৬ সাল পর্যন্ত জাতীয় শিক্ষানীতি মেনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলে মত সংশ্লিষ্ট মহলের।

বিষয়টি কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, নিদেনপক্ষে ২০২৬ সাল পর্যন্ত যে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পৃথক বোর্ড পরীক্ষা দিতে হবে, তা বোর্ডের প্রকাশিত পাঠ্যক্রম থেকে মোটামুটি স্পষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে ২০২৭ সালের আগে সার্বিকভাবে জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। যা হওয়ার ২০২৭ সাল থেকে হবে বলে জানিয়েছেন কলকাতা ওই স্কুলের প্রধান শিক্ষক। একইসুরে কলকাতার এক শিক্ষক জানিয়েছেন যে ২০২৬ সাল পর্যন্ত নয়া জাতীয় শিক্ষানীতি মেনে বোর্ড পরীক্ষা হবে না। যিনি দশম ও দ্বাদশে পৃথক বোর্ড পরীক্ষার পক্ষেই সওয়াল করেছেন।

(Feed Source: hindustantimes.com)