ওটিটিতে আসছে ‘দ্য কেরালা স্টোরি’ ! কোথায়, কীভাবে দেখবেন ?

ওটিটিতে আসছে ‘দ্য কেরালা স্টোরি’ ! কোথায়, কীভাবে দেখবেন ?

নয়াদিল্লি: ২০২৩ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেনের পরিচালনায় ‘দ্য কেরালা স্টোরি’। আর সেই ছবিতে অদাহ শর্মার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ছবিকে ঘিরে সমালোচনাও কম হয়নি। বিতর্ক বাড়িয়েছিল এই ছবি (The Kerala Story)। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিপুল আয় করেছিল এই ছবি। এবার ওটিটি দুনিয়ায় মুক্তি পেতে চলেছে ‘দ্য কেরালা স্টোরি’। ১৬ ফেব্রুয়ারি থেকেই ওটিটিতে দেখা যাবে এই ছবি, কোন প্ল্যাটফর্মে ?

গত বছরই ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ এই ছবির ওটিটি মুক্তি প্রসঙ্গে জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দ্য কেরালা স্টোরি ভীষণই স্পেশাল একটি ছবি। ইন্ডাস্ট্রির একাধিক প্রথা ভেঙেছে এই ছবি। ফলে যে পর্যন্ত ওটিটি রিলিজের প্রসঙ্গ আসছে, আমরা সাধারণের বাইরে কিছু করতে চাইছি। তাই খালি আরও খানিকটা সময় দিন, আমরা আপনাদের অবাক করা খবর দিতে পারব, এরকমটাই মনে হচ্ছে আমাদের।’ এবার সেই অপেক্ষার অবসান। জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি থেকেই জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অদাহ শর্মা অভিনীত এই ছবি।

ইনস্টাগ্রামে অদাহ শর্মা (Adah Sharma) নিজে একটি পোস্টে জানিয়েছেন, ‘অবশেষে ! সারপ্রাইজ ! জি ফাইভে আসছে বহু প্রতীক্ষিত এই ছবি। ১৬ ফেব্রুয়ারি থেকে জি ফাইভে দেখা যাবে দ্য কেরালা স্টোরি !’ ওটিটিতে ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক সুদীপ্ত সেন বলেন, ‘এমন একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে ছবি তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। আমরা নিজে থেকেই এই চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদিও প্রত্যেক ছবি নির্মাতাই নিজের কাজের বিষয়ে একটা আশ্বাস চায়, একটা নিশ্চয়তা চায় আর দ্য কেরালা স্টোরির বক্স অফিস সেই নিশ্চয়তা আমাকে দিয়েছে। যারা এখনও এই ছবি দেখেননি, আমি চাইব তারা জি ফাইভে এই ছবিটি দেখুন। একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে। এই সমস্যা নিয়ে অনেকেই অন্ধকারে আছেন, তাদের কাছে সত্য উদ্ঘাটন করবে এই ছবি আর সেই সত্য একেবারে নিখাদ সত্য। এই ছবিতে চরিত্রগুলি একেবারে বাস্তবিক, চরিত্রগুলির কাহিনি, রূপান্তর সবই বাস্তবিক। আর এই কারণেই বক্স অফিস পণ্ডিতদের মতে দ্য কেরালা স্টোরি একটা অনাকাঙ্ক্ষিত ব্লকবাস্টার হয়ে উঠেছে।’

এই ছবির (The Kerala Story) চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন অদাহ্ শর্মা। গত বছরই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবির কাহিনির প্রয়োজনে রাখতে হয়েছিল ফাটা ঠোঁট। আর বাস্তব পরিস্থিতিতে তা পর্দায় ফুটিয়ে তোলার জন্য ৪০ ঘণ্টা জল না খেয়ে ছিলেন তিনি।

(Feed Source: abplive.com)