পশ্চিমবঙ্গ: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন – মহুয়া আবার জনগণের ভোটে জিতবে।

পশ্চিমবঙ্গ: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন – মহুয়া আবার জনগণের ভোটে জিতবে।

পশ্চিমবঙ্গ: মহুয়া মৈত্র ও মমতা ব্যানার্জি
– ছবি: এজেন্সি (ফাইল ছবি)

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ইঙ্গিতের মাধ্যমে স্পষ্ট করেছেন যে মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী হবেন। কোনো দলের নাম না করে মমতা বলেন, মহুয়াকে তাড়িয়ে দিতে পারেন। তবে জনগণের ভোটে মহুয়া আবার জিতবে। টাকা নেওয়ার সময় প্রশ্ন করার মামলায় মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার স্পষ্ট বললেন, ‘মহুয়াকে তাড়িয়ে দিতে পারেন। তবে জনগণের ভোটে মহুয়া আবার জিতবে। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠান ছিল। ওদিকে মমতা বললেন, মহুয়াকে তাড়িয়ে দিলেন! কারণ মহুয়া মানুষের কথা বলেছে। এর আগে গত বছরের নভেম্বরে মহুয়ার সঙ্গে দাঁড়িয়েছিলেন মমতা। ৮ ডিসেম্বর মহুয়াকে সাংসদ পদ থেকে বরখাস্ত করার দিন কার্শিয়াং থেকে বিজেপির সমালোচনাও করেছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, মহুয়ার সঙ্গে রয়েছে টিএমসি। এই ঘটনা বিজেপির প্রতিহিংসার রাজনীতিকে আরও একবার প্রমাণ করেছে। মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আমি এর তীব্র বিরোধিতা করছি। অঙ্গভঙ্গির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে মহুয়া কৃষ্ণনগর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন।

(Feed Source: amarujala.com)