বিধানসভায় আমিও ‘খুন’ হয়ে যেতে পারি’, কেন এমন আশঙ্কা শুভেন্দুর

বিধানসভায় আমিও ‘খুন’ হয়ে যেতে পারি’, কেন এমন আশঙ্কা শুভেন্দুর

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বিধানসভার ( West Bengal Assembly )  ভেতরে যে কোনও মুহূর্তে খুন হয়ে যেতে পারি। বিজেপির ( BJP ) যে কোনও বিধায়কই খুন হয়ে যেতে পারেন। বৃহস্পতিবারের প্রসঙ্গ টেনে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।তাঁর চাঞ্চল্যকর দাবি, ‘এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকী খুনও করতে পারে।’  বৃহস্পতিবারের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।  বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ( TMC ) ।

বৃহস্পতিবার বাজেট প্রস্তাব পেশকে কেন্দ্র করে বিধানসভার ভেতরে ও বাইরে ঘটে নজিরবিহীন ঘটনা। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করতেই, বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। বিরোধীদের বাধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অধিবেশনের পর মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান, তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের পাল্টা স্লোগান, সব মিলিয়ে নজিরবিহীনভাবে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার ভেতর ও বাহির। এই প্রেক্ষিতেই বিরোধী দলনেতা অভিযোগ, বিজেপি বিধায়কদের ধাওয়া করা হচ্ছিল। ছবিসহ সচিবের কাছে অভিযোগ জানানো হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি।…এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকী খুনও করতে পারে। ‘ যদিও, রাজ্য় সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়কের পাল্টা দাবি, ‘ওনার মাথা খারাপ হয়ে গেছে। আবোল তাবোল অভিযোগ করছেন। যা খুশি করতে পারেন। আমরা গতকাল সমস্ত দফতরে কর্মসূচি করেছি। অভিনন্দন জানিয়েছি। এখানেও করেছি’

এদিন বিধানসভার সচিবের কাছে ডেপুটেশন দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এরপর বিধানসভার অলিন্দে মিছিল করেন তাঁরা। 
বিরোধী দলনেতার হুঁশিয়ারি, দলের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে।

(Feed Source: abplive.com)