জেলেই মৃত্যু চরম পুতিন-বিরোধী নাভালনির, কীভাবে মারা গেলেন?

জেলেই মৃত্যু চরম পুতিন-বিরোধী নাভালনির, কীভাবে মারা গেলেন?

কলকাতা: মৃত্যু হল চরম পুতিন বিরোধী (Vladimir Putin Critic), রাশিয়ার (Russia Opposition Leader) বিরোধী দলনেতা আলেক্সেই নাভালনির (Alexei Navalny Death)। জেলেই মৃত্যু হল তাঁর। রাশিয়ার সরকার নিয়ন্ত্রণাধীন সংবাদ মাধ্যম সূত্রের খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

রাশিয়ার অন্দরে ভ্লাদিমির পুতিনের চরম বিরোধী ছিলেন আলেক্সেই নাভালনি। দুর্নীতির (Corruption Charge Against Putin) অভিযোগ নিয়ে একাধিকবার বিদ্ধ করেছিলেন পুতিনকে। ইউক্রেন যুদ্ধ নিয়েও পুতিনের চরম সমালোচক ছিলেন তিনি। বেশ কয়েকবার তাঁর উপর বিষপ্রয়োগের চেষ্টাও হয়েছিল বলে খবর, যদিও সেই সময় প্রাণে বেঁচেছিলেন তিনি।

এখন যা পরিস্থিতি তাতে রাশিয়ার বিরোধী পরিসর কার্যত নেতৃত্বহীন। পুতিন বিরোধী নেতাদের একটা বড় অংশ জেলে নয়তো মারা গিয়েছেন। বিরোধী পরিসরে সবচেয়ে বড় নাম ছিলেন আলেক্সেই নাভালনি, মৃত্যু হল তাঁরও।

AP News সূত্রের খবর, আর্কটিক পেনাল কলোনিতে ১৯ বছরের সাজা কাটাচ্ছিলেন আলেক্সেই নাভালনি (Russian opposition leader Alexei Navalny)। সেখানেই তাঁর মৃত্যু (Alexei Navalny died in prison) হয়েছে। মাসখানেকেও বাকি নেই নির্বাচন রয়েছে রাশিয়ায়। এবার জয়ী হয়ে ফের ৬ বছরের জন্য় মসনদে বসবেন পুতিন। এরই মধ্যে নাভালনির মৃত্যুতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পুতিন-জমানায় বরাবর বিরোধীদের উপর চরম চাপ তৈরির অভিযোগ উঠেছে। বিরুদ্ধ স্বরকে দমিয়ে রাখার অভিযোগও উঠেছে পুতিনের বিরুদ্ধে।

AP News সূত্রের খবর, রাশিয়ার জেল সংক্রান্ত দফতর Federal Penitentiary Service জানিয়েছে কিছুক্ষণ হাঁটার পরে অসুস্থ বোধ করেন আলেক্সেই নাভালনি। তারপরেই জ্ঞান হারিয়ে পড়ে যান। দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয় কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

২০২১ সালের জানুয়ারি থেকে জেলবন্দি পুতিন বিরোধী আলেক্সেই নাভালনি। জার্মানিতে থাকার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, পুতিন সরকারের অঙ্গুলিহেলনে তাঁর উপর নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। সেখান থেকে রাশিয়া ফেরেন তিনি। তারপর থেকে তিনবার জেলের সাজা শুনেছেন তিনি। সবক্ষেত্রেই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছিলেন আলেক্সেই নাভালনি।

(Feed Source: abplive.com)