উচ্চ মাধ্যমিক শেষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন থাকে অনেক ছাত্রছাত্রীরই। তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সফল করতে গেলে পাস করতে হয় প্রেসিডেন্সির বিশেষ প্রবেশিকা পরীক্ষা। স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার জন্য শুরু হয়ে গেল এ বছরের ফর্ম ফিলআপ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষাটির নাম পাবডেট ( PUBDET)। বিগত কয়েক বছর ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিজেরাই পরীক্ষা পরিচালনা না করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এই দায়িত্ব দিয়েছে। এই WBJEE -এর তত্ত্বাবধানেই এই পরীক্ষাটি পরিচালিত হয়। জয়েন এন্ট্রান্স বোর্ডের অনলাইন ওয়েবসাইট https://wbjeeb.in/pubdet/ -এ গিয়েই ফিলআপ করা যাবে ফর্ম। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই। ১৮ মার্চ পর্যন্ত ফর্ম ফিলআপ চলবে, ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষে অনেকটাই সময় পাবে তারা।
সাহিত্য এবং কলা বিভাগ মিলিয়ে মোট ১৬ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকায়। এই বিষয়গুলি নিয়ে মোট ১০ টি ভাগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এরমধ্যে যেকোনও তিনটি বিষয়ে একজন পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবেন। এবার জেনে নেওয়া যায় প্রবেশিকা পরীক্ষার ফি ঠিক কত। পরীক্ষার্থী যদি একটি বিষয়ে আবেদন করে, তাহলে তার আবেদনটি করতে লাগবে ৫০০ টাকা। একের অধিক বিষয়ে আবেদন করলে পরের বিষয়গুলি বাবদ ২৫০ টাকা করে ধার্য করা হয়েছে অনলাইন ফর্ম ফিলআপের ক্ষেত্রে। পাবডেট পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণও জানানো হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে। আগামী ২৭ ও ২৮ জুলাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষাটি হবে। বিস্তারিত আপডেট পেতে গেলে অবশ্যই নজর রাখো https://wbjeeb.in/pubdet/ লিঙ্কে।
একনজর পাবডেট ২০২৪:
ফর্ম ফিল আপের সময়সীমা: ১৮ মার্চ
প্রবেশিকা পরীক্ষার ফি: ৫০০/- একটি বিষয়ের জন্য। দুটি বিষয়ের জন্য ২৫০/- অতিরিক্ত, অর্থাৎ ৭৫০। তিনটি বিষয়ের জন্য ২৫০/- অতিরিক্ত, অর্থাৎ ১০০০/-
পরীক্ষার সম্ভাব্য দিন: ২৭ ও ২৮ জুলাই
(Feed Source: hindustantimes.com)