বাংলাদেশ: অস্ত্র-গুলিসহ আটক ৪

বাংলাদেশ: অস্ত্র-গুলিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ জনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার আরসার সদস্যরা হলেন- মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) এবং সৈয়দুর রহমান (২৫)।

শুক্রবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ অবস্থান করছে। এরপর এপিবিএনের একটি দল রাতে ক্যাম্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৪ জন আরসা সদস্যকে আটক করা হয়। বাকি ১০/১২ জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(Feed Source: sunnews24x7.com)