নয়াদিল্লি: ৪৫টি রেলস্টেশনের পুনরুন্নয়নের পাশাপাশি সড়ক, ওভারব্রিজ এবং আন্ডারপাস মিলিয়ে আরও ৪৮টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন। প্রধানমন্ত্রীর ‘রেল পরিষেবা ঢেলে সাজাও’ উদ্যোগে বাংলার প্রাপ্তির তালিকা এটি। দেশজুড়ে ২ হাজার রেল পরিষেবা সংক্রান্ত পরিকাঠামো তৈরির বিপুল উদ্যোগের সোমবার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশাল প্রকল্পে খরচ আনুমানিক প্রায় ৪১ হাজার কোটি টাকা। তারই আওতায় বাংলার বরাতে প্রাপ্তি ৪৫টি রেলস্টেশনের পুনরুন্নয়ন, এদিন যার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ৪৮টি সড়ক, ওভারব্রিজ এবং আন্ডারপাসও পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এদিন সেগুলিরও শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি।
I express my gratitudes to Hon’ble Prime Minister Shri @narendramodi Ji for the major overhaul of Railway Infrastructure.
Today Hon’ble PM dedicated 2000 infrastructure projects worth over Rs. 41,000 crores to the nation.553 Railway Stations including 45 in West Bengal will be… pic.twitter.com/HOAJDGvNrL
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 26, 2024
শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া…
এই খবর ঘোষণা হতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রেল পরিষেবার পুনরুউন্নয়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমবার বলেন, ‘আজকের অনুষ্ঠান নতুন ভারতের কাজ সংক্রান্ত নীতিবোধের পরিচায়ক।’ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই বিরাট উদ্যোগের খানিক ব্যাখ্যাও দেন শুভেন্দু অধিকারী। লেখেন, ‘অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় পশ্চিমবঙ্গে ৪৫-সহ গোটা দেশে ৫৫৩টি রেলস্টেশনের পুনরুন্নয়ন হবে। যাত্রীস্বাচ্ছন্দ্য মাথায় রেখে তৈরি করা এই স্টেশন জীবনযাপনের কৌশল আরও সহজ করে তুলবে।’
যা বললেন প্রধানমন্ত্রী…
সোমবার, এই বিপুল উদ্যোগের উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, ‘…জুন মাসে তৃতীয় বার ক্ষমতায় আসবে এই সরকার। যে ব্যাপ্তি ও গতিতে কাজ চলছে, তা অনেককেই অবাক করে দিয়েছে।’ লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদির এমন বার্তায় আরও একবার জয় নিয়ে বিজেপির আত্মবিশ্বাসের সুরই শুনতে পেয়েছে ওয়াকিবহাল মহল। গত ১০ বছরে ‘নয়া ভারত’ তৈরি হচ্ছে বলেও এদিনের বক্তৃতায় দাবি করেন প্রধানমন্ত্রী মোদি। রেল পরিষেবার রূপান্তর সেই সেই ‘নয়া ভারত’-এরই অন্যতম পরিচয়। এই প্রসঙ্গে আগের সরকারগুলির সমালোচনাও শোনা যায় তাঁর মুখে। তবে এখন যা বদলাচ্ছে, তা যে ‘নতুন ভারত’-র কর্মনীতির প্রতীক, সে কথা আরও একবার মনে করান প্রধানমন্ত্রী।
(Feed Source: abplive.com)