মাটি কামড়ে পড়েছিলেন শেষ পর্যন্ত, রাঁচি টেস্ট জিতেই রাহুল, রোহিতকে কৃতজ্ঞতা জানালেন ধ্রুব

মাটি কামড়ে পড়েছিলেন শেষ পর্যন্ত, রাঁচি টেস্ট জিতেই রাহুল, রোহিতকে কৃতজ্ঞতা জানালেন ধ্রুব
রাঁচি: এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত (IND vs ENG Test)। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজের ফল এই মুহূর্তে ৩-১। চতুর্থ টেস্ট জয়ের পেছনে বিরাট অবদান রয়েছে তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুড়েলের (Dhruv Jurel)। প্রথম ইনিংসে অর্ধশতরান ও দ্বিতীয় ইনিংসে মাটি কামড়ে পড়েছিলেন গিলের সঙ্গে শেষ পর্যন্ত। গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচের সেরার পুরস্কারও জুটেছে। আর পুরস্কার পাওয়ার পরই কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার।

ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ধ্রুব লেখেন, “রাহুল স্যার ও রোহিত ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। এই ছেলেটার ওপর বিশ্বাস রাখার জন্য।” রাজকোট টেস্টে অভিষেক হয়েছিল ধ্রুবের। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেছিলেন তিনি। এরপর রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল ১৭০-৫। সেখান থেকে দলের হাল ধরেন ধ্রুব। কুলদীপ, আকাশ দীপের মত বোলারদের সঙ্গে নিয়ে দলকে তিনশো গণ্ডি পার করিয়ে দিতে সাহায্য করেন। নিজে ১৪৯ বলে ৯০ রানের ইনিংস খেলেছিলেন। অল্পের জন্য শতরান মিস করেন ধ্রুব। তবে আত্মবিশ্বাসী ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কায়। ১৯২ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে একটা সময় টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকেই গিলকে সঙ্গে নিয়ে দলকে তরী পার করিয়ে দেন ধ্রুব। ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। যেই ইনিংস সাজানো ছিল ২ টি বাউন্ডারি দিয়ে।

এদিকে সিরিজ জয়ের পর দলের বেশ কিছু ক্রিকাটারের ওপর ক্ষোভ প্রকাশ করলেন রোহিত শর্মা। নাম না করে সেই সমস্ত ক্রিকেটারদের উদ্দেশে তোপ দাগলেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের ৫ উইকেটে জয়ের পর রোহিত সাংবাদিক বৈঠকে বলেন, ‘দেখুন, কাদের টেস্ট ম্যাচ খেলার খিদে নেই দেখেই বোঝা যায়। তাদের খেলিয়ে কী লাভ?’ হিটম্যানের ইঙ্গিত যে শ্রেয়স, ঈশান, চাহারদের দিকে। তা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে।

(Feed Source: abplive.com)