‘যেন সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারি’, বঁধুয়া নিয়ে আত্মবিশ্বাসী ‘আবির’ রেজওয়ান

‘যেন সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারি’, বঁধুয়া নিয়ে আত্মবিশ্বাসী ‘আবির’ রেজওয়ান

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ রেজওয়ান রব্বানি শেখ। নবাব-নন্দিনী শেষ হয়েছিল গত বছর মার্চে। আর ২০২৪-এর মার্চে ‘বঁধুয়া’ নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা। সন্ধ্যাতারার জায়গা নিচ্ছে এই মেগা। সিরিয়ালে রেজওয়ানের বিপরীতে নবাগতা জ্যোর্তিময়ী। বঁধুয়া নিয়ে হিন্দুস্তান টামইস বাংলার সঙ্গে একান্ত আড্ডায় রেজওয়ান।

‘২৩-এর মার্চে শেষ হয়েছিল নবাব-নন্দিনী, লম্বা অপেক্ষা। বঁধুয়া নিয়ে কেমন অনুভূতি?

রেজওয়ান: কাজ সবসময় ভালো লাগে। নতুন দায়িত্ব, দারুণ উত্তেজিত। এই লম্বা সময়ের গ্যাপ নেওয়ার একটা কারণ রয়েছে। মানুষ প্রথম প্রোজেক্ট থেকে আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমারও একটা দায়িত্ব রয়েছে যাতে সেই ভালোবাসার মান-মর্যাদা রাখতে পারি। আবির যেন কোথাউ গিয়ে নবাব না লাগে, কিংবা আর্য,নীল সেন বা ডালিম কুমার না লাগে।

গত এক বছরে তো অনেক অফার এসেছে মেগার, বঁধুয়া কেন বাছলেন?

রেজওয়ান: আমার কাছে অনেক অফার এসেছে। মুম্বই থেকে, সাউথ থেকে কিছু প্রোজেক্টের অফার এসেছ, বা বলা ভালো এখনও আসছে। কিন্তু সেগুলো শুনে আমার মনে হয়নি এটা এখন করা উচিত বা এই চরিত্রটায় আমি নতুন কিছু দিতে পারব। সেটা আমি নির্মাতাদের প্রতি সম্মান রেখেই বলছি। আমার চোখে মনে হয়েছে আবির এই মুহূর্তে সেরা চয়েস।

বঁধুয়ার গল্প কোথায় গিয়ে আলাদা?

রেজওয়ান: নব্বইয়ের দশকে এই ধরণের প্রেম বা গল্প আমরা দেখতাম। এখনকার সবকিছু বড্ড ভায়োলেন্স ওরিয়েন্টেড। আমরা ফ্রেশ একটা ভালোবাসার গল্প দেখানোর চেষ্টা করছি। যে গল্প থেকে আমি-আপনি বড় হয়েছি।

গল্পের নায়িকা, নবাগতা জ্যোর্তিময়ী। ওঁকে নিয়ে কী বলবেন?

রেজওয়ান: খুব সিনসিয়ার, খুব হার্ড ওয়ার্কিং মেয়ে জ্যোর্তিময়ী। আমি নিজেও একটা সময় নতুন ছিলাম। শেখার ইচ্ছে যদি থাকে, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা এবং সেটা পূরণ করার তাহলেই হবে। ওর মধ্যে সেটা আছে। বাকিটা দেখা যাক, সবে তো শুরু, বাকি পিকচার আভি বাকি হ্যায়।

সিরিয়ালের পাশাপাশি ওটিটি-তেও তো কাজ করছেন শক্তিরূপেণ মুক্তি পেতে চলেছে।

রেজওয়ান: রেজওয়ানকে যদি কেউ জিগ্গেস করা হয়, জীবনে কোন জিনসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তাহলে বলব কাজ। রেজওয়ান কাজ ছাড়া কিছু বোঝে না। আমাকে কেউ ভালোবেসে থাকলে আমার কাজকে ভালোবাসেই বলেই আমাকে ভালোবাসা। আমার ভালোবাসার মানুষ তাঁরাই যাঁরা আমার কাজকে ভালোবাসে। হ্যাঁ, ওটিটিতে শক্তিরূপেণ আসছে। এছাড়াও সম্প্রতি পূজার সঙ্গে একটা মিউজিক ভিডিয়োতে কাজ করছি। সব মিলিয়ে কাজের মধ্যে আছি।

৪ঠা মার্চ থেকে স্টার জলসায় সন্ধ্যা ৭.৩০টায় সম্প্রচারিত হবে বঁধুয়া।

(Feed Source: hindustantimes.com)