অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ তারকা রিহানা, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক!

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ তারকা রিহানা, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক!

নয়াদিল্লি: পপতারকা রিহানা (Pop Star Rihanna) এখন ভারতে। এই প্রথমবার তিনি এ দেশে অনুষ্ঠান করবেন। কিন্তু সর্বসমক্ষে নয়, তিনি পারফর্ম করবেন অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানের (Pre Wedding Festivities) প্রথম দিনে। গতকালই তিনি পৌঁছেছেন গুজরাতের জামনগরে (Jamnagar, Gujrat)। এই অনুষ্ঠানের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন রিহানা, জানেন?

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন রিহানা, কত পারিশ্রমিক?

শুক্রবার থেকে শুরু হল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। সেখানে অতিথিদের জন্য বিশেষ পারফর্ম্যান্স থাকবে রিহানার। সূত্রের খবর এই পারফর্ম্যান্সের জন্য বিপুল পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

পপ তারকা এমনিতে ‘ট্যুরিং মিউজিশিয়ান’। খুবই কম ব্যক্তিগত অনুষ্ঠান করেন। সূত্রের খবর এই অনুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক ৮ থেকে ৯ মিলিয়ন ডলারের মধ্যে, যা ভারতীয় মুদ্রায় ৬৬ থেকে ৭৪ কোটি টাকার সমান।

২৯ ফেব্রুয়ারি, তারকা গায়িকা ও তাঁর ট্রুপ এসে পৌঁছন গুজরাতের জামনগরে। বিমানবন্দর থেকে বেরোতেই ক্যামেরাবন্দি হন তিনি। তাঁকে তাঁর পার্টনার রকির সঙ্গে দেখতে পাওয়া যায়। কিন্তু তাঁর বিশাল মালপত্র এসে পৌঁছয় আগেই, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আম্বানি পরিবার ২০১৮ সালে তাঁদের মেয়ে ইশার বিয়েতে বিওন্সেকে নিয়ে আসেন পারফর্ম করানোর জন্য। সেক্ষেত্রেও বিশাল খরচ করেন তাঁরা।

উল্লেখ্য, রিহানা ছাড়াও অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে দিলজিৎ দোসানজ পারফর্ম করবেন আজ। থাকবে ইলিউশনিস্ট ডেভিড ব্লেইনের পারফর্ম্যান্সও।

কজমকপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, রানি মুখোপাধ্যায়, সলমন খান, অর্জুন কপূর, অমিতাভ বচ্চন, রজনীকান্ত, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, সেফ আলি খান, করিনা কপূর খান, রণবীর কপূর, আলিয়া ভট্ট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বরুণ ধবন, অনিল কপূর প্রমুখের নাম। বৃহস্পতিবার জামনগরে ‘অন্নসেবা’র মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, যেখানে আম্বানি পরিবার ও হবু দম্পতি সাধারণ মানুষদের খাওয়ান। প্রায় ৫১ হাজার সাধারণ মানুষের খাওয়া-দাওয়ার দায়িত্ব নেয় সেদিন আম্বানি পরিবার।

(Feed Source: abplive.com)