‘মুসলিম বোনেরাও বুঝে গেছেন…’ এবার ভোটব্যাঙ্ক নিয়ে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ মোদির

‘মুসলিম বোনেরাও বুঝে গেছেন…’ এবার ভোটব্যাঙ্ক নিয়ে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ মোদির

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক , সমীরণ পাল, আরামবাগ : লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) দাদামা বেজে গিয়েছে দেশ জুড়েই। আর এই আবহে মার্চের প্রথম সপ্তাহে পরপর বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী ( Narendra Modi )। আর এই ভোটযুদ্ধের আগে নরেন্দ্র মোদি শঙ্খে ফুঁ দিলেন আরামবাগ থেকে। এদিন একের পর এক আক্রমণাত্মক বাক্যে তিনি বিঁধলেন বাংলার শাসকদলকে। আরামবাগের সভাতেই ৭ বার নিলেন সন্দেশখালির নাম! সেই সঙ্গে বাংলার মুসলিম ভোটব্যাঙ্ক এবার কোনদিকে যাবে, তা নিয়েও করে ফেললেন ভবিষ্যদ্বাণী।

‘তৃণমূল ভাবে তাদের একটা ভোটব্য়াঙ্ক আছে। এবার তৃণমূলের সেই অহঙ্কার ভেঙে যাবে। এবার মুসলিম সম্প্রদায়ও বিজেপিকে ভোট দেবে। ‘ এভাবেই চড়া সুরে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন, লোকসভা ভোটের ফল থেকেই শুরু হবে তৃণমূলের পরাজয়ের কাউন্টডাউন। মোদি এদিন বলেন, ‘নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক তৃণমূলের অহঙ্কার, তৃণমূলের গুন্ডারাজকে উৎখাত করবে মহিলারা’ । প্রধানমন্ত্রীর ( Narendra Modi ) হুঁশিয়ারি, মুসলিম বোনেরাও বুঝে গেছে…পশ্চিম বাংলা থেকে তৃণমূলের পরাজয়ের কাউন্টডাউন শুরু হয়েছে।

২০০৮-এর পঞ্চায়েত ভোট থেকে শুরু করে, তারপরের একের পর এক নির্বাচন, সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কের সিংহভাগই এখন তৃণমূলের দখলে। এই আবহে শুক্রবার আরামবাগের সভা থেকে তৃণমূলের উদ্দেশ্য়ে কার্যত ইঙ্গিতপূর্ণ চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদি।  তবে মোদির চ্যালেঞ্জের ঝটিতি জবাব এসেছে তৃণমূল শিবির থেকেও।

একদা বিজেপি নেতা, অধুনা তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাকে ২০২১ সালে গোহারা হারিয়েছেন। তাবলে আপনি (নরেন্দ্র মোদি) বলবেন কার ভোটব্যাঙ্ক মুসলমান আর কার ভোটব্যাঙ্ক হিন্দু! এই ভাবে আপনি (নরেন্দ্র মোদি) ভোটকে ভাগ করছেন! ভারতকে ভাগ করছেন! এর থেকে খারাপ কোনও রকম উক্তি গত ৭৬ বছরে কোনও প্রধানমন্ত্রী করেননি।’

এদিন আরামবাগের সভা থেকে, লোকসভা ভোটের পাশাপাশি ২০২৬-এর বিধানসভা ভোটের কাউন্টডাউনও শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। বললেন, ‘এই লোকসভা নির্বাচনে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিদায়ের, পরাজয়ের কাউন্ট ডাউন শুরু করব …. পশ্চিমবঙ্গ বিকশিত হলে, ভারত বিকশিত হবে। এর জন্য় আসন্ন লোকসভা নির্বাচনের প্রত্য়েকটা সিটে পদ্ম ফোটাতে হবে।’

এখন ভোটলক্ষ্মী কার উপর সদয় হন, তা বলবে সময়।

(Feed Source: abplive.com)