সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়! এদিন ঠিক তেমন ভাবেই একজন কোটিপতির স্ত্রী জানালেন তাঁর স্বামী তাঁর জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন। আর সেই নিয়ম দেখে মুগ্ধ হয়েছে নেটপাড়া! সেই মহিলা সোফিয়া ক্রালো তাঁর সেই আলিশান, ব্যয়বহুল জীবনের ঝলক এদিন প্রকাশ্যে আনলেন। জানালেন কী কী করলে তাঁর স্বামী খুশি থাকেন।
কী কী নিয়ম মানেন সোফিয়া?
সোফিয়া এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান মহিলাদের উচিত তাঁদের স্ট্যান্ডার্ড বাড়ানো। কোনও ভেঙে পড়া পুরুষের সঙ্গে প্রেম করা উচিত নয়। একই সঙ্গে তিনি এদিন নিজের পরিচয় দিয়ে লেখেন ব্যবসায়ী এবং একজন মহিলা কোচ যাঁর কোটি টাকার সুগন্ধির সাম্রাজ্য আছে। অন্যদিকে তাঁর স্বামী শেয়ার বাজারে টাকা খাটান আর আমি অন্য এবং ফান্ড ম্যানেজার।
তবে এত কিছুর মধ্যেও সোফিয়ার স্বামী চান তিনি কিছু নিয়ম মানুন। আর তাঁর কথায়, ‘কিছু সময় নিয়ম মেনে চলতে ভালো লাগে।’ কী কী নিয়ম মানেন সোফিয়া? তিনি রান্না করেন না, ঘর পরিষ্কার করেন না স্বামীর কথা মতো কারণ এই কাজগুলো তাঁদের কাজের লোকই করে নিতে পারবে। তাঁকে ড্রাইভ করতে দেওয়া হয় না কারণ স্টা পেশাদার ড্রাইভারের কাজ। এমনকি সোফিয়া নিজের মেকআপ পর্যন্ত করেন না! তার জন্য আছে নির্দিষ্ট লোক। আর নিজের নয়, স্বামীর ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন তিনি খালি।
কে কী বলছেন?
অনেকেই মুগ্ধ হয়েছেন তাঁর এই কথায়। কেউ কেউ আবার অবাক হয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘আপনি নেহাতই ভাগ্যবান।’ কেউ আবার লেখেন, ‘আমারও এমন ভাগ্য চাই। আপনি কি লাকি!’
(Feed Source: hindustantimes.com)