আইপিএলে আরও শক্তিশালী হায়দরাবাদ, বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে নেতৃত্বের ভার

আইপিএলে আরও শক্তিশালী হায়দরাবাদ, বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে নেতৃত্বের ভার

হায়দরাবাদ: ২০১৬ সালের পর থেকে আর আইপিএল (IPL) ট্রফির দেখা পায়নি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। তারপর নিজামের শহরে অনেক কিছু ঘটে গিয়েছে। ওয়ার্নারের সঙ্গে মনোমালিন্য। মরশুমের মাঝপথে ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনের হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া। তাও ভরাডুবি আটকাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।

তবে আসন্ন আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দরাবাদ শিবির। মরশুম শুরুর আগে তাই নেতৃত্বের ভার তুলে দেওয়া হল এমন একজনের হাতে, যাঁর নেতৃত্বে মাস চারেক আগে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

প্যাট কামিন্স (Pat Cummins)। অস্ট্রেলিয়ার ফাস্টবোলারের হাতে নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিল সানরাইজার্স হায়দরাবাদ। গত মরশুমে হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মারক্রাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার তারকার হাতেও ভাগ্য ফেরেনি। এবার তাই কামিন্সের ওপর আস্থা দেখাল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।

এর আগে আইপিএলে খেললেও, কোনওদিন নেতৃত্ব দেননি। তবে ভারতের মাটি থেকে অধিনায়ক হিসাবে ওয়ান ডে বিশ্বকাপ জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন কামিন্স। তারপরই কামিন্সকে অধিনায়ক করল হায়দরাবাদ।

গত বছর আইপিএলে খেলেননি কামিন্স। তবে ২০২৪ সালের নিলামে নাম দিয়েছিলেন। সেখানে রেকর্ড অর্থে বিক্রি হন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ২০ কোটি টাকা দাম পেরিয়ে যান কামিন্স। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় অজ়ি পেসারকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেদিন সেই রেকর্ড দীর্ঘস্থায়ী হয়নি। কারণ, খানিক পরেই ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেটিই আইপিএলের সর্বকালীন রেকর্ড।

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কেকেআর শিবিরেই ছিলেন কামিন্স। তাঁকে ধরলে তিন মরশুমে তিনজনকে দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হিসাবে। গত মরশুমে মারক্রামের নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিতে পয়েন্ট টেবিলের শেষে ছিল হায়দরাবাদ। অধিনায়কের পাশাপাশি কোচও বদল করেছে হায়দরাবাদ। টম মুডির পরিবর্তে এবার প্রধান কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে নিউজ়িল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরিকে।

(Feed Source: abplive.com)