বিহার: বেগুসরাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিল করেছে ABVP; বলেছেন- তিনি নিজে একজন নারী, তবুও নৃশংসতা থামছে না

বিহার: বেগুসরাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিল করেছে ABVP;  বলেছেন- তিনি নিজে একজন নারী, তবুও নৃশংসতা থামছে না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিল করছেন এবিভিপি কর্মীরা
– ছবি: আমার উজালা

মঙ্গলবার বিহারের বেগুসরাইয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় মিছিল করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। এর আগে মহিলা কলেজ থেকে বিপুল সংখ্যক মহিলা কলেজের ছাত্রী ও এবিভিপি কর্মীরা একটি মিছিল বের করে যা বিভিন্ন পথ হয়ে হরতাকারি চৌকে পৌঁছে। যেখানে ABBP-এর ছাত্ররা ‘মমতা বন্দ্যোপাধ্যায় হাই-হাই’ স্লোগান তুলে তীব্র প্রতিবাদ জানায়।

আন্দোলনরত ছাত্রদের অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ কারণ সেখানে মহিলাদের সম্মান দেওয়া হয় না। ওই স্থানে (সন্দেশখালী) নারী-শিশু নির্যাতন করা হচ্ছে। উত্তর বিহারের ছাত্রনেতা সুয়েত নিশা জানান, গত ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে নির্যাতনের শিকার নারীরা। এর প্রতিবাদে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাস থেকে জেলা সদর পর্যন্ত সারা ভারতে বিক্ষোভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে নারীরা ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, তবুও তাঁর সরকারের অধীনে সর্বত্র নৃশংসতা ও দুর্ব্যবহার বাড়ছে।

ওই ছাত্রী জানান, ঘটনার ৫৫ দিন পরও তিনি জানেন না ওই নারীরা কোথায় লুকিয়ে আছেন। কিন্তু সেই মহিলারা কোথায় লুকিয়ে আছে তা জানতে পেরেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মহিলাদের ন্যায়বিচার দিতে কাজ করবে। শিক্ষার্থীদের দাবি ছিল নারীদের ন্যায়বিচার পেতে হবে এবং পশ্চিমবঙ্গে নারীদের ওপর ক্রমবর্ধমান অত্যাচার বন্ধ করতে হবে।

(Feed Source: amarujala.com)