ধর্মশালায় ইংল্যান্ড-বধ, ব্যাটে ঝড়-স্পিনের জাদুতে সিরিজ জয় ভারতের

ধর্মশালায় ইংল্যান্ড-বধ, ব্যাটে ঝড়-স্পিনের জাদুতে সিরিজ জয় ভারতের

কলকাতা: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (Test Series) যেন অশ্বমেধের ঘোড়া ছোটাল রোহিত (Rohit Sharma)-ব্রিগেড। ব্যাটিং থেকে বোলি- ধর্মশালায় যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ভারত। সেই রেশই বজায় রইল তৃতীয় দিনে। ইংল্যান্ডের (England) ব্যাটিংকে চুরমার করে এক ইনিংস এবং ৬৪ রানে বড় জয় টিম-ব্লু’র। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাদেজা, বুমরার পর পর অ্যাটাকে ধরাশায়ী স্টোকস শিবির। ফলে ৪-১ এ সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত।

ইংল্যান্ডের প্রথম ইনিংস

পঞ্চম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বেন স্টোকসরা। ম্যাচের প্রথমে ক্রলে কিছুটা আশা দেখালেও ১০৮ বলে ৭৯ রান করে কুলদীপ যাদবের স্পিনে বোল্ড আউট হয়ে প্যাভেলিয়নে ফিরতেই যেন ব্যাটিং ধস ইংল্যান্ড শিবিরে। এরপর কোনও ব্যাটারই তেম রান তুলতে পারেননি। ২০ রানের গন্ডিতেই আটকে ছিলেন বেন ডাকেট (২৭), জো রুট (২৬), জনি বেয়ারস্টো (২৯) এবং বেন ফোকস (২৪)। ভারতীয় বোলিংয়ে কামাল দেখিয়েছেন কুলদীপ-অশ্বিন দু’জনেই। ১১.৪ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন অশ্বিন। অন্যদিকে। ১৫ ওভারে ৭২ রান দিয়ে ৫ উইকেট নিজের ঝুলিতে নেন।

প্রথম ইনিংসে ভারতকে ২১৮ রানের লক্ষ্যমাত্রা দেয় বেন স্টোকসের দল। তবে ইনিংসের শুরুতেই ব্যাটিংয়ে ঝড় তোলে রোহিত শিবির। ৫৮ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস নবাগত যশস্বী জয়সওয়ালের। এরপর শোয়েব বশিরের বলে যশস্বী স্ট্যাম্প আউট হতেই রোহিতের সঙ্গে সঙ্গ দিতে মাঠে নামেন শুভমন গিল। ১৬২ বলে ১০৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা, অন্যদিকে ১৫০ বলে ১১০ রান করে লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেন শুভমনও। পরবর্তীতে দেবদত্ত পাড়িক্কাল, সরফরাজ খান যথাক্রমে- ৬৫ এবং ৫৬ রান করে ভারতের মোট রান ৪৫০ এর উপরে নিয়ে যান।

ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে দাপট দেখান শোয়েব বশির। ৪৬.১ ওভার বল করে ১৭৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। স্টোকস শিবিরে তিনিই এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। টম হার্টলে এবং ৪১ বছর বয়সি জেমস অ্যান্ডারসনও ২টি করে উইকেট পেয়েছেন।

এরপর পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতের ২৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ক্রিজে নামতেই অশ্বিনের ঘূর্ণি বোলিংয়ে কার্যত অসহায়ই দেখায় ইংল্যান্ড শিবিরকে। এটা জো রুট বাদে তেমন কেউই রান তোলার ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারলেন না এদিন। ১২৮ বলে ৮৪ রান করে ইংল্যান্ডকে ১৯৫ এর দোরগোড়া পর্যন্ত পৌঁছে দেন তিনি।

নিজের শততম টেস্ট খেলতে গিয়ে নিজের সেরাটাই যেন দিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪ ওভার বোলিং করে ৭৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছেন ৯টি। নিঃসন্দেহে যা সেরা। কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরাও ২টি করে উইকেট নিয়েছেন। ১৯৫ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। এক ইনিংস এবং ৬৪ রান বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ এ জিতল ভারত।

(Feed Source: abplive.com)