দেখতে দেখতে ৮ বছর পার… নাচ-গান-রঙে জমজমাট ইমনের ‘বসন্ত উৎসব’

দেখতে দেখতে ৮ বছর পার… নাচ-গান-রঙে জমজমাট ইমনের ‘বসন্ত উৎসব’

দেখতে দেখতে আট বছর পার করে ফেলল ইমন চক্রবর্তীর ‘বসন্ত উৎসব’। প্রতি বছর দোলের আগেই ইমনের এই ‘বসন্ত উৎসব’ কলকাতা এবং হাওড়া দুই শহরের মানুষকেই রাঙিয়ে দিয়ে যায়।

এবারও তার ব্যতিক্রম হয়নি। লিলুয়ার মীরপাড়ার মাঠে এবারও ইমন চক্রবর্তী আয়োজন করেছিলেন 'বসন্ত উৎসব'। এ তো শুধু উৎসব নয়, যেন মহা যজ্ঞ।

এবারও তার ব্যতিক্রম হয়নি। লিলুয়ার মীরপাড়ার মাঠে এবারও ইমন চক্রবর্তী আয়োজন করেছিলেন ‘বসন্ত উৎসব’। এ তো শুধু উৎসব নয়, যেন মহা যজ্ঞ।

এই উৎসবের মধ্যে দিয়েই তিনি তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানান। ইমনের কথায়, 'আট বছর আগে আমার থেকেও ছোট ছেলেমেয়েদের সাহস সঙ্গে নিয়ে, আবেগ নিয়ে, ভালবাসা নিয়ে শুরু করেছিলাম 'বসন্ত উৎসব', লিলুয়ায় আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে।'

এই উৎসবের মধ্যে দিয়েই তিনি তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানান। ইমনের কথায়, ‘আট বছর আগে আমার থেকেও ছোট ছেলেমেয়েদের সাহস সঙ্গে নিয়ে, আবেগ নিয়ে, ভালবাসা নিয়ে শুরু করেছিলাম ‘বসন্ত উৎসব’, লিলুয়ায় আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে।’

'পরবর্তীকালে আরও অনেক অনেক মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, অনেকে ছেড়ে গিয়েছেন। তবে উৎসব কিন্তু থামেনি। থামবেও না।'

‘পরবর্তীকালে আরও অনেক অনেক মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, অনেকে ছেড়ে গিয়েছেন। তবে উৎসব কিন্তু থামেনি। থামবেও না।’

'আমাকে ভগবান অনেক কিছু দিয়েছেন। তাঁর আশীর্বাদে একটা অসাধারণ দল আমি পেয়েছি। তাঁদের সবাইকে আমার শত কোটি প্রণাম। ওঁরা না থাকলে আমি কিচ্ছু না।'

‘আমাকে ভগবান অনেক কিছু দিয়েছেন। তাঁর আশীর্বাদে একটা অসাধারণ দল আমি পেয়েছি। তাঁদের সবাইকে আমার শত কোটি প্রণাম। ওঁরা না থাকলে আমি কিচ্ছু না।’

'মায়ের আশীর্বাদ নিয়ে, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে হৈ হৈ করে 'বসন্ত উৎসব' আমরা করছি, করে যাব।'

‘মায়ের আশীর্বাদ নিয়ে, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে হৈ হৈ করে ‘বসন্ত উৎসব’ আমরা করছি, করে যাব।’

উৎসবে এবারেও বসেছিল চাঁদের হাট। পদ্মভূষণ ঊষা উত্থুপ, শ্রীজাত, দেবলীনা কুমার, সৌরেন্দ্র-সৌম্যজিত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, 'ফকিরা', জোজো এবং আরও অনেক গুণী  শিল্পীরা বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন।

উৎসবে এবারেও বসেছিল চাঁদের হাট। পদ্মভূষণ ঊষা উত্থুপ, শ্রীজাত, দেবলীনা কুমার, সৌরেন্দ্র-সৌম্যজিত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ‘ফকিরা’, জোজো এবং আরও অনেক গুণী শিল্পীরা বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন।

এত বড় উৎসবে ইমনের সর্বক্ষণের সঙ্গী হিসেবে অবশ্যই ছিলেন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ। ছিলেন কিছু কাছের মানুষ।

এত বড় উৎসবে ইমনের সর্বক্ষণের সঙ্গী হিসেবে অবশ্যই ছিলেন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ। ছিলেন কিছু কাছের মানুষ।

ইমন আগের বছর থেকে শুরু করেছেন 'নতুন প্রতিভার খোঁজে'। বাংলার সেরা গায়ক-গায়িকাদের খুঁজে তাঁদের সুযোগ করে দিচ্ছেন তিনি।

ইমন আগের বছর থেকে শুরু করেছেন ‘নতুন প্রতিভার খোঁজে’। বাংলার সেরা গায়ক-গায়িকাদের খুঁজে তাঁদের সুযোগ করে দিচ্ছেন তিনি।

গত বছর এবং এই বছরের সেরা নতুন প্রতিভারা বসন্ত উৎসবের মঞ্চে নিজেদের মেলে ধরবার সুযোগ পেয়েছেন। গত বছরের সেরাদের নিয়ে নতুন মিউজিক অ্যালবাম 'মন পলাশে' এদিন প্রকাশ করলেন ইমন।

গত বছর এবং এই বছরের সেরা নতুন প্রতিভারা বসন্ত উৎসবের মঞ্চে নিজেদের মেলে ধরবার সুযোগ পেয়েছেন। গত বছরের সেরাদের নিয়ে নতুন মিউজিক অ্যালবাম ‘মন পলাশে’ এদিন প্রকাশ করলেন ইমন।

Published at : 11 Mar 2024 07:28 PM (IST)