নিজস্ব প্রতিবেদক: মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার (এপোলো) হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ তাকে হাসপাতালে নেয়া হয়। এছাড়া টানা ৫ মাস ২ দিন চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি নিজ বাসায় যান খালেদা জিয়া।
তার চিকিৎসক আরও জানান, খালেদা জিয়া হৃদরোগ ও লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। দল এবং পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে।
(Feed Source: sunnews24x7.com)