অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন শামি, কী বার্তা দিলেন ভক্ত-অনুরাগীদের?

অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন শামি, কী বার্তা দিলেন ভক্ত-অনুরাগীদের?

মুম্বই: তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছে। আইপিএলে (IPL 2024) তো বটেই, খেলতে পারবেন না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup)। অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেই সঙ্গে দিলেন দ্রুত মাঠে ফেরার বার্তাও।

শামি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিমানে সফররত নিজের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘অস্ত্রোপচারের পর ভারতে ফিরতে পেরে কৃতজ্ঞ। অনেক শক্তিশালী মনে হচ্ছে নিজেকে। পরের পর্বকে আঁকড়ে ধরার জন্য তৈরি। সকলকে ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন, রোড টু রিকভারি। পেশি আস্ফালনের একটি ইমোজিও পোস্ট করেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার।

গোড়ালির চোটের জন্য দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে আর মাঠে নেই শামি। বাইশ গজ থেকে ছিটকে গিয়েছেন চোটের ধাক্কায়। বিশ্বকাপ পরবর্তী সময়ে আর মাঠে ফিরতে পারেননি ভারতের তারকা ডানহাতি পেসার। এই গোড়ালির চোটের জন্যই দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলা হয়নি তাঁর। এমনকী, এই বছর আইপিএলেও খেলতে পারবেন না শামি। সেই সঙ্গে তিনি খুব সম্ভবত ছিটকে গিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নকশা থেকেও।

শামির যে গোড়ালিতে চোট রয়েছে, সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ বাংলা। মুম্বইয়ে চিকিৎসাও করান ডানহাতি পেসার। কিন্তু ব্যথা কমেনি। পরে বোর্ডের তত্ত্বাবধানে বিদেশে গিয়ে অস্ত্রোপচার করান শামি। আপাতত বেশ কিছুদিন কাটাতে হবে মাঠের বাইরে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে রিহ্যাব শুরু হওয়ার কথা শামির। ম্যাচ ফিট কবে হবেন, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। শামিকে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ডও। গুজরাত টাইটান্সের জার্সিতে আসন্ন আইপিএলেও দেখা যাবে না ডানহাতি পেসারকে। শামির বদলি খুঁজতে হবে শুভমন গিলের নেতৃত্বাধীন দলকে।

(Feed Source: abplive.com)