Champions League draw: শেষ আটে রিয়ালের বিরুদ্ধে ম্যান সিটি, বার্সার সামনে পিএসজি

Champions League draw: শেষ আটে রিয়ালের বিরুদ্ধে ম্যান সিটি, বার্সার সামনে পিএসজি

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান ফর্ম্যাটের সবশেষ ড্র। তাতে ঠিক হয়েছে কোয়ার্টার ও সেমিফাইনালের লাইনআপ। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অভিযানে কোয়ার্টার ফাইনালে হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ম্যাঞ্চেস্টার সিটিকে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।

১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা আর্সেনাল পেয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। টাইব্রেকারে ইন্তার মিলানকে হারিয়ে কোয়ার্টারে ওঠা তিনবারের রানার্স আপ অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ১৯৯৭ মরশুমের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। মেসি পরবর্তী যুগে প্রথমবার কোয়ার্টারে ওঠা ৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রথম লেগে পিএসজির বিরুদ্ধে খেলতে প্যারিস সফরে যাবে।

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার ২০২৩-২৪ আসরের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।

একনজরে দেখে নিন আটটি দল কারা

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটি, বার্সেলোনা ও পিএসজি

দেখে নিন শেষ আটে কে কার মুখোমুখি হবে-

আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখ

অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড

রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার সিটি

বার্সেলোনা বনাম পিএসজি

চূড়ান্ত হয়ে গিয়েছে সেমিফাইনাল লাইনআপও-

১) অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ডের জয়ী দল মুখোমুখি হবে বার্সেলোনা বনাম পিএসজি মধ্যকার জয়ী দলের বিরুদ্ধে।

২) আরেক সেমিফাইনালে আর্সেনাল বনাম বায়ার্ন মিউনিখের মধ্যে বিজয়ী দল খেলবে রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে।

ফাইনালে কি এল ক্লাসিকো হতে পারে?

এর ফলে নকআউটে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে না। ফলে ওয়েম্বলির ফাইনালে এল ক্লাসিকো হওয়ার পথ উন্মুক্ত রইল।

তবে ফাইনালের আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালটি উত্তেজনায় ঠাসা লড়াই হতে চলেছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি খেলবে রেকর্ড ১৪ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। আর বার্সেলোনা মুখোমুখি হবে পিএসজির।

(Feed Source: hindustantimes.com)