ZEE NEWS-MATRIZE Opinion Poll: বাংলায় এগিয়ে তৃণমূলই, আসন কমবে বিজেপির!

ZEE NEWS-MATRIZE Opinion Poll: বাংলায় এগিয়ে তৃণমূলই, আসন কমবে বিজেপির!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রাত পোহালেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা। বাংলার ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত ২০ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপিও। কারা লড়বেন? প্রথম দফায় তালিকায় নাম জানিয়ে দিয়েছে গেরুয়াশিবির। ভোটের হাওয়া কোন দিকে? যৌথভাবে জনমত সমীক্ষা করল ম্যাট্রিজ ZEE NEWS।

৫ বছর পার। সামনে আরও একটা লোকসভা ভোট। ২০১৯-এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা দেখে কার্যত চমকে গিয়েছিলেন অনেকেই। সেবার ১৮ আসনে জিতেছিলেন পদ্মপ্রার্থীরা। আর তৃণমূলের ঝুলিতে গিয়েছিল ২২ আসন। এবার কী হবে?

ম্যাট্রিজ ZEE NEWS জনমত সমীক্ষা

আসন সংখ্যা

তৃণমূল- ২৪
বিজেপি-১৭
কংগ্রস ও বাম-১

স্রেফ আসন সংখ্যাই নয়, এ রাজ্যে ভোট শতাংশের বিচারে এগিয়ে তৃণমূলই। তবে খুব একটা পিছিয়ে থাকবে না বিজেপিও।

ম্যাট্রিজ ZEE NEWS জনমত সমীক্ষা

ভোট শতাংশ

তৃণমূল- ৪২.৬
বিজেপি- ৪১.৫
কংগ্রেস ও বাম– ১১.৯
অন্যন্য–৪.০

সময়সীমা ২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ। দেশজুড়ে CAA লাগু হওয়ার পর এই সমীক্ষা চালিয়েছে  ম্যাট্রিজ ZEE NEWS। ৬১,৪৭৫ জন পুরুষ আর ৩৭,৫৬৮ জন মহিলা। দেশের  ৫৪৩টি লোকসভা আসনে  ১১৩,৮৪৮ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। বাদ যাননি  ১৪,৭৯৯ জন প্রথমবারের ভোটারও।

(Feed Source: zeenews.com)