‘তৃণমূলের উচ্ছিষ্টদের নিয়ে প্রার্থী করার অপেক্ষায়’, বিজেপিকে খোঁচা অভিষেকের

‘তৃণমূলের উচ্ছিষ্টদের নিয়ে প্রার্থী করার অপেক্ষায়’, বিজেপিকে খোঁচা অভিষেকের
বেলদা : প্রথম দফায় রাজ্যের ২০টি আসনে (এর মধ্যে আবার সরে দাঁড়িয়েছেন পবন সিংহ) প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখনও ২২টি ও বাকি ১টি অর্থাৎ ২৩টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেনি গেরুয়া শিবির। এদিকে গতকালই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিংহ ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারী। এই আবহে দল বদলের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেলদায় (Belda) ভোটপ্রচার থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরবও হলেন।

ব্যারাকপুরে তৃণমূলের টিকিট না পেয়ে বেশ কয়েকদিন ধরে ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমনকী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চ্যালেঞ্জও ছোড়েন। যদিও তাতে কোনো পরিস্থিতির বদল হয়নি। টিকিট পাননি অর্জুন। শেষমেশ তিনি বিজেপিতে ফিরে যান। গতকাল তিনি গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন করেন। একইসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন দিব্যেন্দু অধিকারীও। তাঁকেও এবার তমলুকে টিকিট দেয়নি তৃণমূল। যদিও তাঁর সঙ্গে রাজ্যের শাসক শিবিরের দূরত্ব বহু আগে থেকেই স্পষ্ট ছিল। বিজেপিতে যোগ দিয়েই তিনি তৃণমূলকে একহাত নেন। রাজনৈতিক মহলের জল্পনা, সম্ভবত টিকিট পেতে পারেন অর্জুন সিংহ ও দিব্যেন্দু অধিকারী। কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়ও।

এই আবহেই এবার দল বদলের প্রসঙ্গ তুলে অভিষেকের খোঁচা, “তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিজেপি এখনও ঘোষণা করতে পারেনি। তার কারণ ওরা অপেক্ষা করছে, তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে, তাদের মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে, কবে একটাকে তুলে প্রার্থীপদ দেবে। দেখুন না নারায়ণগড়ে ২০২১-এ কে দাঁড়িয়েছিলেন ? তৃণমূলের আবর্জনা। এখন অপেক্ষা করছে আবর্জনাগুলো তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে।”

এদিন অভিষেকের বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও। মোদির সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, “আপনি শুধু শ্বেতপত্র আনুন, তিন বছরে বাংলায় গোহারা হওয়ার পর আপনি ১০ পয়সা আবাসে ও ১০০ দিনের কাজে দিয়েছেন। যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা-সমিতি করতে যাব না।”

(Feed Source: abplive.com)