বাংলাদেশ: ঢাবিতে সমগীত‘র বসন্ত উৎসব উদযাপন

বাংলাদেশ: ঢাবিতে সমগীত‘র বসন্ত উৎসব উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পহেলা ফাল্গুন উপলক্ষ্যে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারি ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এ আয়োজন সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। সংগঠনটি প্রতিবছর এ উৎসবটি আয়োজন করে আসছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বীথি ঘোষ বলেন, এবারের আয়োজন নিয়ে আমাদের ১৭তম অনুষ্ঠান। প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে গানে গানে বসন্ত উৎসবকে বরণ করে নেওয়া হয়। যা বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি আমরা।

এসময় দেখা গেছে, বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল অথবা রিং জড়িয়ে বটতলায় জড়ো হয়েছেন তরুণীরা। পাশাপাশি হলুদ পাঞ্জাবি আর গালে, কপালে রঙের দাগ লেগে হাজির হয়েছে তরুণরাও। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজেছেন তারা।

(Feed Source: sunnews24x7.com)