ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে ভোট

ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে ভোট

অবশেষে লোকসভার ভোট ঘোষণা হল। ত্রিপুরায় ২টি আসনের এবং মণিপুরের ২টি আসনের জন্য্য ২ পর্যায়ে ভোট হবে। প্রথম পর্যায়ে ১৯ শে এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে ২৬শে এপ্রিল ভোট নেওয়া হবে।  এছাড়া অরুণাচলের ২টি আসনের, মেঘালয়ের ২টি আসনের, নাগাল্যান্ড-মিজোরাম-সিকিমের প্রত্যেকের ১টি করে আসনের জন্যে ১৯শে এপ্রিল ভোট গ্রহণ করা হবে। এছাড়া আসামের ১৪টি আসনের জন্যে ৩টি পর্যায়ে যথাক্রমে ১৯শে এপ্রিল, ২৬শে এপ্রিল এবং ৭ই মে ভোট গ্রহণ করা হবে। 

ত্রিপুরার ২টি আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের জন্যে ১৯শে এপ্রিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি-র প্রার্থী এবং কংগ্রেসের আশিস কুমার সাহা ভোটে লড়বেন। পূর্ব ত্রিপুরা আসনের জন্যে বিজেপি প্রার্থী হয়েছেন মহারাণি কৃতি সিং দেববর্মা যিনি সম্পর্কে তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণের দিদি। বামফ্রন্টের প্রাথীর নাম এখনও ঘোষিত হয়নি।

এছাড়াও আগরতলার বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে রামনগর কেন্দ্রের খালি আসনের জন্যেও উপনির্বাচন হবে ১৯শে এপ্রিল।