সাফল্যের মুকুটে নয়া পালক, আরও এক মাইলফলক ছুঁলেন ‘12th Fail’ মনোজ

সাফল্যের মুকুটে নয়া পালক, আরও এক মাইলফলক ছুঁলেন ‘12th Fail’ মনোজ

নয়াদিল্লি: লড়াইয়ের কতশত গল্প গোচরেই আসে না। কিন্তু বড়পর্দায় তাঁর জীবনের গল্প ছবি হয়ে ফুটে উঠেছে, যা দেখে কান্না ধরে রাখতে পারেননি বহু মানুষ। ‘12th Fail’ ছবির অনুপ্রেরণা যিনি, সেই IPS অফিসার মনোজকুমার শর্মা কর্মজীবনে আরও একটি মাইলফলক ছুঁলেন (12th Fail)।  মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (DIG) থেকে এবার ইনস্পেক্টর জেনারেল (IG) হলেন মনোজ। পদোন্নতি হল তাঁর। (Manoj Kumar Sharma)

২০০৩, ২০০৪ এবং ২০০৫ সালের IPS অফিসারদের পদোন্নতির প্রস্তাবে সম্প্রতি অনুমোদন দেয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি (ACC), তাতেই পদোন্নতি হয়েছে মনোজের। সোশ্যাল মিডিয়ায় পদোন্নতির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মনোজ। পাশে থেকে সাহস এবং উৎসাহ জোগানোর জন্য ধন্যবাদ জানান সকলকে। Indian Police Service-এর অধীনে কতটা পথ পেরিয়ে এসেছেন, তুলে ধরেছেন তা-ও। (IPS Manoj Sharma)

দু’দিন আগে মাইক্রোব্লগিং সাইট X-এ দু’টি ছবি পোস্ট করেন মনোজ, একটি কর্তব্যরত অবস্থায়, উর্দি গায়ে তিনি, অন্যটি পদোন্নতির নির্দেশের প্রতিলিপি।মনোজ লেখেন, ‘ASP হিসেবে যাত্রা শুরু হয়েছিল, আজ ভারত সরকারের নির্দেশে IG হওয়া পর্যন্ত পৌঁছলাম। এই দীর্ঘযাত্রাপথে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই’।

মনোজ সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। হাজার হাজার মানুষ তাঁকে অভিনন্দন জানান। তিনি দেশের লক্ষ লক্ষ যুবকের জীবনে অনুপ্রেরণা বলে জানান অনেকেই। একজন লেখেন, ‘অভিনন্দন মনোজ স্যর। আপনার কাহিনী আমাদের অনুপ্রেরণা জোগায়। এই কৃতিত্ব প্রাপ্য আপনার’। অন্য আর একজন লেখেন, ‘অভিনন্দন। তরুণ প্রজন্মের জন্য আপনিই আসল অনুপ্রেরণা’। তৃতীয় এক ব্যক্তি লেখেন, ‘আপনার মতো স্পষ্টভাষী, সৎ অফিসারকে প্রয়োজন দেশের’।

মধ্যপ্রদেশের চম্বলে দরিদ্র পরিবারে জন্ম মনোজের। সামাজিক এবং অর্থনৈতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যান। পরীক্ষায় নকলের যে সমস্যা শিক্ষাক্ষেত্রে, তারও শিকার হন মনোজ, যে কারণে দ্বাদশ শ্রেণিতে অনুত্তীর্ণ হন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, কত কষ্ট, চেষ্টার পর তিনি IPS হন, সেই কাহিনী বড় পর্দায় ফুটিয়ে তোলা হয় সম্প্রতিই। মনোজের লড়াইয়ের কাহিনি নির্ভর করেই ’12th Fail’ ছবিটি মুক্তি পায় এবং সাফল্য পায় বক্স অফিসে। মনোজের চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃতও হন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ওই ছবিই মনোজকে গোটা দেশের কাছে অনুপ্রেরণা করে তুলেছে।

(Feed Source: abplive.com)