বাংলাদেশি পাচারকারীর মৃত্যু ত্রিপুরায়, আহত দুই জওয়ান

বাংলাদেশি পাচারকারীর মৃত্যু ত্রিপুরায়, আহত দুই জওয়ান

প্রিয়াঙ্কা দেববর্মন

এক বাংলাদেশি পাচারকারীর মৃত্য়ু হল ত্রিপুরায়। সীমান্ত রক্ষীবাহিনীর দুজন জওয়ানও জখম হয়েছেন। ত্রিপুরার উনকোটি জেলার মাগরোলি এলাকার ঘটনা।

মৃতের নাম সাদ্দাম হোসেন। বয়স ২৩ বছর। তার বাড়ি বাংলাদেশে। আহত জওয়ানদের নাম রামহরি দাস ও মোহন লাল।

বিএসএফের তরফ থেকে বলা হয়েছে, ভারতের দিক থেকে ১৫-২০ জন দুষ্কৃতী সীমান্তের দিকে যাচ্ছিল। এরপর বাংলাদেশের দিক থেকে ২৫-৩০জন বাঁশের মই নিয়ে সীমান্তের দিকে আসছিল। মাগরোলি সীমান্ত আউটপোস্টে বিএসএফ তাদের ডিউটিতে ছিলেন। বিএসএফ তাদের থামানোর চেষ্টা করে। আর তখনই ১০-১৫জন দুষ্কৃতী বিএসএফের উপর হামলা চালানোর চেষ্টা করে। এরপর সরকারি সম্পত্তি রক্ষার জন্য বিএসএফ পাম্প অ্যাকশন গান থেকে এক রাউন্ড গুলি চালায়। তাতে একজন আহত হয়েছিলেন।

বিএসএফ জওয়ানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। বাংলাদেশি ওই পাচারকারীকেও নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে সম্প্রতি অসমের মানকাছাড়় এলাকায় এক সন্দেহভাজন গরু পাচারকারীর মৃত্যু হয়েছিল। বিএসএফ গুলি চালিয়েছিল বলে খবর। তার জেরেই মৃত্যু হয় তার এমনটাই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সীমান্তের বেড়া টপতে অন্তত ৫০টি গরুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। দক্ষিণ শালমারা মানকাছাড় জেলার এসপি হরেন টোকবি জানিয়েছেন, কুকুরমারা গ্রামের সীমান্তের কাছে অন্তত ২০-২৫জন জড়ো হয়েছিল। তারা ঢেকলি সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে গরু পাঠাচ্ছিল বলে অভিযোগ।

(Feed Source: hindustantimes.com)