পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গার্ডেনরিচে ( Garden Reach ) বেআইনি বহুতল ভেঙে মৃত্যুমিছিল। বেঘোরে প্রাণ গেল একের পর এক বাসিন্দার। আর প্রাণ চলে যাওয়ার দায় নেওয়া নিয়েই চলছে দায় ঠেলাঠেলির পালা। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের পরপর ২ বারের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। তাঁর ওয়ার্ডেই ঘটে গেছে এই ভয়াবহ ঘটনা। কিন্তু এই বেআইনি নির্মাণের কথা কি জানতেন না স্থানীয় কাউন্সিলর? এটা কি আদৌ সম্ভব? উঠছে প্রশ্ন। এরই মধ্যে ভাইরাল হয়েছে, গার্ডেনরিচকাণ্ডে ধৃত অভিযুক্ত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের (Md Wasim Arrested ) সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ( TMC Councilor Shams Iqbal) ছবি ।
গার্ডেনরিচে ঝুপড়ির ওপর বহুতল ভেঙে পড়ে ৯ জনের মৃত্য়ু ঘিরে তোলপাড় রাজ্য। এরই মধ্য়ে সামনে এসেছে তৃণমূল কাউন্সিলর ও অভিযুক্ত প্রোমোটারের ছবি। ছবিতে শামস ইকবাল ও মহম্মদ ওয়াসিমকে একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে। স্থানীয় ও বিভিন্ন মহল সূত্রে দাবি, অভিযুক্ত প্রোমোটার ভেঙে পড়া বহুতলটি যে ওয়ার্ডের সেই ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠ। যদিও এনিয়ে শামস ইকবালের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এলাকার বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বারবার বলছেন, কাউন্সিলরের পক্ষে বেআইনি নির্মাণের কথা জানা সম্ভব নয়। গার্জেনরিচের ঘটনাস্থলে গিয়ে জোর দিয়ে এই মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। তবে কি কাউন্সিলর শামস ইকবালকে আড়াল করার চেষ্টা করছেন মেয়র? প্রশ্ন তুলছে বিরোধীরা।
অন্যদিকে, শামস ইকবালের পাঁচ কোটি টাকার গাড়ি কেনার প্রসঙ্গ টেনে, আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুলেছেন গ্রেফতারির দাবিও। শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভেঙে পড়া বহুতলের প্রোমোটারের পাশাপাশি এলাকার কাউন্সিলরকেও গ্রেফতার করা উচিত। ২০২১ সালের পুরসভা নির্বাচনে তিনি ৯৮.২৮ শতাংশ ভোট পেয়েছিলেন। যা কলকাতা পুরসভায় সর্বোচ্চ। বেআইনি নির্মাণের রাজা এই শামস ইকবাল। তিনিই এক বার অ্যাস্টন মার্টিন গাড়ি নিয়ে পুরসভায় গিয়েছিলেন এবং শিরোনামে উঠে এসেছিলেন। মানুষের জীবনের মূল্যে বিলাসবহুল জীবন গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি যে গাড়িটি তিনি কিনেছেন, তার বাজারমূল্য পাঁচ কোটি টাকা। এক জন সাধারণ কাউন্সিলর কী ভাবে এত টাকা রোজগার করতে পারেন?’
এই বিতর্কের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রশ্ন হল, কার দোষে গেল প্রাণ? কলকাতার বুকে এতবড় বিপর্যয় কীভাবে ঘটল? কীভাবে বেঘোরে মৃত্যু হল ৯ জন মানুষের? কীভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন ধরে চলছিল বেআইনি নির্মাণ? যে কথা খোদ মেয়রও স্বীকার করে নিয়েছেন !
(Feed Source: abplive.com)