আব্রাহাম থমাস
সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্দেশ দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত নথিঙুক্ত পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড দিতে হবে। ই শ্রম পোর্টালের মাধ্য়মে এটা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৮৮ মিলিয়ন শ্রমিকের নাম নথিভুক্ত করা রয়েছে এই ই পোর্টালে। তার মধ্য়ে ৮০ মিলিয়ন শ্রমিক জাতীয় খাদ্য সুরক্ষার সুবিধা পান না। তাদের জন্য় এবার বিরাট স্বস্তির।
একটি সুয়োমোটো পিটিশনের জেরে এই নির্দেশ দেওয়া হয়েছে। আসলে কোভিডের সময় দেখা গিয়েছিল পরিযায়ী শ্রমিকরা গ্রামে ফিরে আসছেন। কিন্তু তাদের সেখানেও খাবারের সমস্যা।
সেই কষ্টের কথা মনে করিয়ে দেওয়া হয় মামলায়। বিচারপতি হিমা কোহলি ও আসাউদ্দিন আমানুল্লাহ জানিয়েছেন, ই শ্রম পোর্টালে যে শ্রমিকদের নাম নথিভুক্ত করা রয়েছে তাদের সবার জন্য রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে। এদিকে ২০ এপ্রিল ২০২৩ সালে এই ধরনেের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।
অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে চলছে কেন্দ্র। কোর্ট জানিয়েছে ই কেওয়াইসির কারণে যেন রেশন কার্ড দেওয়া বন্ধ না করে দেওয়া হয়। আগামী ২ মাসের মধ্য়ে নির্দেশ পালন করার জন্য় আদালত জানিয়ে দিয়েছিল আগের নির্দেশে। এবারও সময় বেঁধে দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ এই মামলায় ছিলেন। তিনি জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের অনেকেই রেশন কার্ড পাননি। আদালত জানিয়েছে, আরও তিন মাসের জন্য় সময় দেওয়া হল। ই শ্রম পোর্টালে যাদের নাম রয়েছে অথচ রেশন কার্ড পাননি তাদের সকলকে রেশন কার্ড দিতে হবে। এতে যেন অন্যথা না হয়।
(Feed Source: hindustantimes.com)