‘নিম ফুলের মধু’তে বহুদিন দেখা নেই ‘ঠাম্মি’র, অসুস্থ লিলি চক্রবর্তী, কেমন আছেন?

‘নিম ফুলের মধু’তে বহুদিন দেখা নেই ‘ঠাম্মি’র, অসুস্থ লিলি চক্রবর্তী, কেমন আছেন?

বহুদিন হল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যাচ্ছে না ঠাম্মি ‘হেমনলিনী’ দেবীকে। দত্ত বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ ঠাম্মি। কোথায় গেলেন তিনি? কেন দেখা যাচ্ছে না ঠাম্মি ‘হেমনলিনী’ দেবী অর্থাৎ বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে? উদ্বিগ্ন অনুরাগীরা।

ঠিক কী হয়েছে জানতে Hindustan Times Bangla-র সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় বর্ষীয়ান লিলি চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি এখন তুলনামূলক একটু সুস্থ হয়েছি। তাই কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের ছবি অযোগ্যর ডাবিং আছে। তাই যাচ্ছি। ডাবিংটা আগেই করার ছিল। তবে করতে পারিনি। খুবই অসুস্থ ছিলাম। হাসপাতালে ভর্তি ছিলাম। তাই আজ ডেট দিয়েছি, এক্ষুনি গাড়ি আসবে।’

‘নিম ফুলের মধু’তে কবে দেখতে পাব ‘ঠাম্মি’কে? একথা লিলি চক্রবর্তী বলেন, ‘হ্যাঁ, আমি শ্যুটিংয়েও ফিরব খুব শীঘ্রই। তবে সেটা পরের সপ্তাহ থেকে। কারণ ওখানে এখন ওই আবির খেলা হবে। তাই আমায় ডাকছে মা। কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাই দোলের শ্যুটিং হয়ে গেলে আমি নিম ফুলের মধু-তে ফিরব।’

এই ৮২ বছর বয়সেও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন লিলি চক্রবর্তী। তবে সম্প্রতি তাঁর শরীর বিশেষ ভালো যাচ্ছে না। অভিনেত্রী জানান, তাঁর হাই ব্লাড সুগার। COPD-র সমস্যা রয়েছে। বহু আগে থেকেই তাঁর COPD-অর্থাৎ ফুসফুসের সমস্যা ছিল বলে জানান বর্ষীয়ান অভিনেত্রী। ফের হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তবে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তবে কাজই তাঁর বেঁচে থাকার রসদ। শীঘ্রই নিম ফুলের মধুর সেটে ফিরবেন বলে নিশ্চিত করেন লিলি চক্রবর্তী।

প্রসঙ্গত ৬০ ও ৭০-এর দশকে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেল লিলি চক্রবর্তী। ঠিক যেসময় সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো নামী অভিনেত্রীরা রাজত্ব করেছেন। তখন থেকেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন লিলি চক্রবর্তী। বরাবরই তাঁর অন্যরকম অভিনয় ছাপ ফেলেছে দর্শক মনে। ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিসটেন্ট’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ভানু পেল লটারি’-র মতো ব্লকবাস্টার ছবিতে ছিল লিলি চক্রবর্তীর উপস্থিতি।

(Feed Source: hindustantimes.com)