রাজস্থানে ধর্মীয় মিছিলে পাথরবর্ষণ, মৃত ১, আহত কমপক্ষে ১০

রাজস্থানে ধর্মীয় মিছিলে পাথরবর্ষণ, মৃত ১, আহত কমপক্ষে ১০

এক ধর্মীয় মিছিলকে ঘিরে রাজস্থানের চিতোরগড়ে ছড়াল উত্তেজনা। এলাকায় ওই ধর্মীয় মিছিল যাওয়ার সময়, তাতে পাথর বর্ষণ করা হয় বলে খবর। তার জেরে ১ জনের মৃত্যু হয়েছে। পাথর বর্ষণের ঘটনায় আহতের সংখ্যা ১০। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

ধর্মীয় মিছিল যাওয়ার সময় তাতে পাথর বর্ষণের জেরে মুহূর্তে আহত হতে থাকেন অনেকে। মঙ্গলবার রাতে রাজস্থানের চিতোরগড়ের ওই ঘটনায় বহু আহতের মধ্যে একজন ছিলেন শ্যামলাল চিপ্পা। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পরই মারা যান। এরপরই পরিস্থিতি আরও জটিল হতে থাকে বলে খবর। তবে জানা গিয়েছে, শ্যামলাল চিনাপ্পার মৃত্যু হাসপাতালে ভর্তির পর হার্ট অ্যাটাকের জেরে হয়। জানা গিয়েছে, রাজস্থানের রাশমি পুলিশ স্টেশনের কাছে এই পাথর বর্ষণ হয়েছে। সেখানে একটি মসজিদের সামনে দিয়ে এই ধর্মীয় মিছিল যাওয়ার বিরোধিতা করেছিলেন কয়েকজন। তারপরও মিছিলটি সেখান দিয়ে যায় বলে খবর। এরপরই ধর্মীয় মিছিলে হয় পাথর বর্ষণ। জেলা কালেক্টর অলোক রঞ্জন জানিয়েছেন, আহতরা সকলেই ঘটনার পরই পেয়েছেন চিকিৎসা। পুলিশ বলছে, ১ জনের মৃত্যু ও ১০ জন আহত হওয়ার পরই এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি হয়েছে। চিতোরগড়ের পুলিশ সুপার, সুধীর যোশীবলেছেন, ঘটনাটি ঘটেছে রাশমি থানা এলাকায় যেখানে মঙ্গলবার রাতে হিন্দুদের একটি মিছিল বের করা হচ্ছিল। কিছু মুসলিম যুবক তাঁদের ধর্মীয় স্থানের সামনে দিয়ে মিছিল বের করা নিয়ে আপত্তি জানালে একটি বিরোধ দেখা দেয়। এরপর দুই পক্ষের প্রবল সংঘাত দেখা যায়। দুই পক্ষ একে অপরকে তাড়া করে। একইসঙ্গে শুরু হয় পাথরবর্ষণ।

ঘটনায় তদন্তে নেমে ১৮ জনকে আটক করেছে পুলিশ। আপাতত চলছে পুলিশে জেরা। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি এই ঘটনার পর হাসপাতালে মারা গিয়েছেন, তাঁর হার্ট অ্যাটাকের জেরে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ৯টার দিকে, মিছিলটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানে উচ্চস্বরে গানের জের ধরে হাতাহাতি শুরু হয়। তুমুল তর্ক-বিতর্কের পর ঘটনাস্থল সহিংস হয়ে ওঠে।

(Feed Source: hindustantimes.com)