IPL 2024: অধিনায়ক বদলের পরও জয়! ঘরের মাঠে বেঙ্গালুরু বধ চেন্নাইয়ের

IPL 2024: অধিনায়ক বদলের পরও জয়! ঘরের মাঠে বেঙ্গালুরু বধ চেন্নাইয়ের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অধিনায়ক বদলের পরও জয়! ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। তাও আবার ৮ বল বাকি থাকতেই! ম্যাচের নায়ক  মুস্তাফিজুর রহমান।

জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল চেন্নাই। তবে ধোনি নন, এবার অধিনায়ক  রুতুরাজ গায়কোয়াড়। এদিন প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু। শুরুটাও ভালো করেছিল তারা। প্রথম ৪ ওভারেই ওঠে গিয়েছিল ৩৭ রান! এরপর পঞ্চম ওভারে বল করতে আসেন  মুস্তাফিজুর।  সেই ওভারেই খেলার ছবি বদলে যায়। আউট হয়ে যান  ডুপ্লেসি। এরপর উইকেট পড়তে থাকে নিয়মিত।  একসময়ে ৭৮ রানে ৫ উইকেট পড়ে যায় আরসিবি। শেষপর্যন্ত ১৭৮ রানে শেষ হয় ইনিংস।

চেন্নাইয়ে হয়ে অধিনায়ক ঋতুরাজের সঙ্গে ওপেন করতে নামেন  রবীন্দ্র। প্রথম ম্যাচেই নজর কাড়লেন এই বাঁ হাতি ব্যাটার। দ্রুত রান তুলছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার। চেন্নাইকে প্রথম ধাক্কা দেন বেঙ্গালুরুর ইমপ্যাক্ট প্লেয়ার যশ দয়াল। ১৫ রানের মাথায় রুতুরাজকে ফেরান তিনি। উইকেট পড়লেও চেন্নাইয়ের রান তোলার গতি কমেনি। তখনও ৮ বল বাকি। ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেন ধোনির দল।

(Feed Source: zeenews.com)