‘রোল চাইতে এলে..’, নিজের ‘রেট’ বেঁধে দিলেন টলি প্রযোজক, বিশেষ শর্তও রাখলেন রানা

‘রোল চাইতে এলে..’, নিজের ‘রেট’ বেঁধে দিলেন টলি প্রযোজক, বিশেষ শর্তও রাখলেন রানা

টলিউড ইন্ডাস্ট্রির নামী প্রযোজক রানা সরকার। একাধিক হিট ছবির প্রযোজনা করেছেন তিনি। সোজা কথা সোজা ভাবেই বলতে পছন্দ করেন তিনি। নানা সময় সোশ্যাল মিডিয়া পাতায় বিতর্কিত মন্তব্য করে থাকেন। এবার সেই রানা সরকারই নিজের দর হাঁকালেন, সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেকথা। আর বিনা পয়সা কিছু করবেন না, ‘অনুরাগ’ স্টাইলে সাফ মন্তব্য প্রযোজকের। বেঁধে দিলেন ‘রেট চার্ট’।

বাংলা ছবি ‘ঘটিয়া’! মাস কয়েক আগে এহেন মন্তব্য করে বাঙালির রোষানলে পড়েছিলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ পরিচালক অনুরাগ কশ্যপ। তাঁর ‘ঘটিয়া মন্তব্য’ নিয়ে কম জলঘোলা হয়নি। পক্ষে-বিপক্ষে মত রেখেছেন অনেকেই। এর মাঝেই ফের বিতর্কিত পোস্ট পরিচালকের। শনিবার বেলায় নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে নিজের দর্শনের রেট চার্ট দিয়েছিলেন অনুরাগ। জানালেন তাঁর সময় অত্যন্ত দামী। তাই দর্শন প্রার্থীরা নির্দিষ্ট মূল্য চোকালে তবেই তাঁর দর্শন পাবেন। অকারণে কারুর জন্য ১৫ মিনিট সময়ও নেই তাঁর হাতে।

অনুরাগের পোস্ট জুড়ে নিজের ফেসবুকে শেয়ার করে প্রযোজক রানার সাফ মন্তব্য, ‘রোল চাইতে এলে দশ হাজার। গল্প শোনাতে এলে কুড়ি হাজার, স্ক্রিপ্ট শোনাতে এলে চল্লিশ হাজার। কফি খেতে চাইলে পঞ্চাশ হাজার!’ আরও জানিয়েছেন, এই সব কিছুই যদি ফোনে বা ভিডিয়ো কলে হয় তবে ডিসকাউন্ট মিলবে কুড়ি শতাংশ। একই সঙ্গে শর্ত হিসেবে জানিয়েছেন, সব কিছুই অগ্রীম বুক করতে হবে।

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতে নবাগতদের প্রচুর সুযোগ দিয়েছেন অনুরাগ, বলা যায় বহু ‘আউটসাইডার’-এর ‘গডফাদার’ তিনি। কিন্তু নবাগতদের জন্য খেটে ক্লান্ত অনুরাগ। এবার নিজের শর্তে কাজ করবেন, আর সেই মতো আর বিনা পয়সায় শ্রম নয় নতুনদের জন্য। টাইম স্লট অনুযায়ী দিতে হবে মোট টাকা।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগ কাশ্যপ লেখেন, ‘আমি জীবনের অনেকটা সময় নতুনদের জন্য নষ্ট করেছি। তবে আর নয়। অনেক হয়েছে। এবার থেকে আমি আর নিজের এক ইঞ্চি সময়ও নষ্ট করব না সেই-সব মানুষদের জন্য যাঁরা নিজেদের ক্রিয়েটিভ জিনিয়াস ভাবেন। যেই আসবে তাঁর সঙ্গেই দেখা করার এই ব্যাপারটাকে আমি আর প্রশ্রয় দেব না। এবার থেকে টাকার বিনিময়ে আমার সঙ্গে দেখা করতে হবে। আমি টাকার অঙ্কের পরিমানও ঠিক করে ফেলেছি।’

১০-১৫ মিনিট দেখা করতে হলে অনুরাগ নেবেন ১ লক্ষ। আধ ঘন্টা দর্শন দিলে অনুরাগের অ্যাকাউন্টে আপনাকে দিতে হবে ২ লক্ষ টাকা আর এক ঘন্টার জন্য টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে ৫ লক্ষ টাকায়। সেই টাকা চোকানোর ক্ষমতা না থাকলে অনুরাগ স্পষ্ট বলেন, ‘আমাকে ফোন বা মেসেজ করবেন না’। অপশব্দ ব্যবহারও করে বসেন তিনি। পুরো টাকাটাই আগাম দিতে হবে সেটাও জানিয়ে দেন অনুরাগ।

অনুরাগের এই মন্তব্য নিয়ে ট্রোল করতে ছাড়েননি অনেকে। এ দিকে প্রযোজক রানা সরকার পোস্ট করতেই নানা জনের নানা মত। এক নেটিজেন লিখেছেন, ‘গুরু তুমি বাংলার বিধু বিনোদ চোপড়া, তোমার কাছে লোক আসবেনা তো কার কাছে আসবে?বাংলা সিনেমা দাঁড়িয়ে আছে তো তোমার জন্য’। কারও মন্তব্য, তোমার সঙ্গে মিট করিয়ে দেওয়ার অনুরোধ নিয়ে আমার কাছে বহু কল আসে, সেক্ষেত্রে আমার কত নেওয়া উচিত?’ কেউ লিখেছেন, ‘চা,বাদাম মুড়ি, ফিশ ফ্রাই এসবের টাকাগুলো ও সাথে যোগ করে নিও….’। একজন লিখেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি ঘটিয়া বলে এত কম রেট রাখলে?’ এক নেটিজেনের দাবি, ‘দাদা FB বন্ধু হলে ডিসকাউন্ট আছে কিছু?’ যদিও রানার পোস্টের পরই নিন্দুকদের প্রশ্ন, ‘টলিপাড়ার যা অবস্থা তাতে এত টাকা দেওয়ার লোক মিলবে তো?’

(Feed Source: hindustantimes.com)