রাজ্য সরকারি চাকরিতে দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর! মাথায় হাত শাসকদলের?

রাজ্য সরকারি চাকরিতে দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর! মাথায় হাত শাসকদলের?

কয়েকদিন আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়। এরপরই কড়া পদক্ষেপ গ্রহণ করে বিহার সরকার। বাতিল করা হয় সেই পরীক্ষা। এবার এই ইস্যুতে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জনসুরজ যাত্রার আহ্বায়ক প্রশান্ত কিশোর বিপিএসসির পেপার ফাঁস নিয়ে বলেন, বিহারে পেপার ফাঁস হওয়াটা খবর নয়, পেপার ফাঁস ছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হওয়াটাই খবর। প্রশান্ত কিশোর বলেন, এটা নিত্যদিনের ঘটনা। গত ১০ বছরে, বিহারে ৬০টিরও বেশি পরীক্ষায় পেপার ফাঁস হয়েছে। তবে এর জন্যে সরকারের কেউ জবাবদিহি দিতে রাজি নয়। শুধু তাই নয়, এই পেপার ফাঁসের মূল হোতা বিহার সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবিও তুলিয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এরপর প্রাথমিক তদন্তের পর সেই অভিযোগ সত্যি বলে জানা যায়। এরপরই পরীক্ষা বাতিল করা হয়। জানা যায়, গত ১৫ মার্চ বিহার পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল। সেই পরীক্ষার পরই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে তদন্ত শুরু করে কমিশন ও বিহার পুলিশ। এদিকে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় ইতিমধ্যেই ৩০০ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। পড়শি রাজ্য ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে পরীক্ষা বাতিল করার পরে বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, অর্থনৈতিক অপরাধ ইউনিট প্রশ্ন পত্র ফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে। আর সেই প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন যথাসময়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে। আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমে ৮৭ হাজার ৭৭৪টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করার কথা বিহার সরকারের। এদিকে আসন্ন লোকসভা ভোটের আগে নিয়োগে দুর্নীতির অভিযোগ এড়িয়ে যেতে পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পেপার ফাঁস নিয়ে প্রশান্ত কিশোরের মন্তব্যে চাপে পড়বে নীতীশ কুমার। কারণ বিগত ১০ বছরে সরকারে থাকা জেডিইউ-র জোটসঙ্গী একাধিকবার বদলালেও মুখ্যমন্ত্রী থেকেছেন সেই নীতীশ কুমারই। এই আবহে বারবার সরকারি চাকরির পরীক্ষা ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে।

(Feed Source: hindustantimes.com)