উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও সৌমিত্র রায়, কলকাতা: বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা (Birati Accident), বেঘোরে প্রাণ গেল মহিলার। এবারও মূলে নির্মীয়মান আবাসন (Underconstruction Building)। মাথায় ইট পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। (Woman Death)
নির্মীয়মান আবাসন থেকে ইট পড়ে বেঘোরে প্রাণ গেল মহিলার
শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিরাটিতে। ফের একবার কাঠগড়ায় নির্মীয়মান আবাসন। মাথায় ইট ভেঙে পড়ে বেঘোরে প্রাণ হারালেন এক মহিলা। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মাত্র সপ্তাহ দুই আগের ঘটনা। গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে প্রাণ যায় ১২ জনের। সেই স্মৃতি যেন ফের একবার উস্কে উঠল শনিবার রাতে। উত্তর দমদমের ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কলোনি এলাকার এক নির্মীয়মান পাঁচ তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে এদিন। শনিবার রাত ৮টা নাগাদ ভেঙে পড়ে সেই বিল্ডিংয়ের একাংশ। মৃত্যু ঘটে এক মহিলার। বছর ৫৫-এর মৃত ওই মহিলার নাম কেয়া শর্মা চৌধুরী। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফে বিশাল বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থল তারা ঘিরে দিয়ে গিয়েছে। এমন ঘটনা কেন ঘটল? উঠছে একাধিক প্রশ্ন।
অন্যদিকে আজ আরও এক স্থানে আবারও ভেঙে পড়ল বেআইনি বাড়ির একাংশ। সেই স্থান পিকনিক গার্ডেন। বাড়িতে রঙের কাজ চলাকালীন নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঙড়। ঘটনায় অল্পের জন্য় রক্ষা পান এক ব্য়ক্তি। শনিবার পিকনিক গার্ডেনের থার্ড লেনে এক নির্মীয়মাণ বহুতলের ছাদের অংশ ভেঙে পড়ে। বাড়িতে রঙের কাজ চলাকালীন নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর ভেঙে পড়ে সিমেন্টের চাঙড়। অল্পের জন্য় রক্ষা পান এক ব্য়ক্তি। আর সব থেকে চাঞ্চল্যকর অভিযোগ হল, এই বাড়িটিও অবৈধভাবে তৈরি হচ্ছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে অবৈধ বহুতল ভেঙে ১২ জনের মৃত্যুর ঘটনার পর ফের একবার একগুচ্ছ প্রশ্ন তুলে দিল পিকনিক গার্ডেনের এই ঘটনা। সেই তালিকাতেই কি যুক্ত হতে চলেছে বিরাটির ঘটনাও?
(Feed Source: abplive.com)