আয়কর সংক্রান্ত অনেক নয়া নিয়ম চালু হচ্ছে ১ এপ্রিল থেকে! কী কী ছাড় মিলবে? কত লাভ?

আয়কর সংক্রান্ত অনেক নয়া নিয়ম চালু হচ্ছে ১ এপ্রিল থেকে! কী কী ছাড় মিলবে? কত লাভ?

আগামিকাল (সোমবার) থেকে নয়া অর্থবর্ষ শুরু হচ্ছে। যে দিন থেকে বিভিন্ন ক্ষেত্রে নতুন-নতুন নিয়ম চালু হচ্ছে। ব্যতিক্রম হচ্ছে না আয়করের ক্ষেত্রেও। গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট অন অ্যাকাউন্ট) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর সংক্রান্ত যে যে ঘোষণা করেছিলেন, তা নয়া অর্থবর্ষের (২০২৪-২৫ অর্থবর্ষ) পয়লা দিন থেকেই কার্যকর হতে চলেছে। যে তালিকায় ডিফল্ট আয়কর কাঠামো, স্ট্যান্ডার্ড ডিডাকশন, লিভ এনক্যাশমেন্ট, সারচার্জের মতো বিভিন্ন বিষয় আছে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে আয়কর সংক্রান্ত কী কী নিয়ম চালু হচ্ছে, সেটার পুরো তালিকা দেখে নিন।

১) ডিফল্ট ব্যবস্থা হিসেবে নয়া আয়কর কাঠামো কার্যকর হবে। যা আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করে তুলবে। আর যাতে বেশি সংখ্যক করদাতা নয়া আয়কর কাঠামোর আওতায় আসেন, সেজন্য ওই পদক্ষেপ করা হচ্ছে। তবে যাঁরা চাইবেন, তাঁরা পুরনো আয়কর কাঠামোর আওতায় থাকতে পারবেন।

নয়া আয়কর কাঠামো

করযোগ্য আয় আয়করের হার
৩ লাখ টাকা পর্যন্ত ০ শতাংশ
৩ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা ৫ শতাংশ
৬ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা ১০ শতাংশ
৯ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা ১৫ শতাংশ
১২ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা ২০ শতাংশ
১৫ লাখ টাকা বা তার বেশি ৩০ শতাংশ

পুরনো আয়কর কাঠামো

করযোগ্য আয় আয়করের হার
২.৫ লাখ টাকা পর্যন্ত ০ শতাংশ
২.৫ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা ৫ শতাংশ
৫ লাখ টাকা থেকে ৭.৫ লাখ টাকা ১৫ শতাংশ
৭.৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা ২০ শতাংশ
১০ লাখ টাকার বেশি ৩০ শতাংশ

২) পুরনো আয়কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। সেটা নয়া আয়কর কাঠামোয় আনা হয়েছে। অর্থাৎ নয়া আয়কর কাঠামো বেছে নিলেও স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন করদাতারা।

৩) বার্ষিক আয় পাঁচ কোটি টাকার বেশি হলে সারচার্জ বাবদ আর ৩৭ শতাংশ লাগবে না। সেই সারচার্জ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

৪) ম্যাচিওরিটির পরে কোনও বিমা পলিসি (যা ২০২৩ সালের ১ এপ্রিল বা তারপরে ইস্যু করা হয়েছে) থেকে যে অর্থ পাওয়া যায়, সেটার জন্য কর দিতে হবে। 

৫) সরকারি কর্মচারী নন, এমন কর্মচারীদের লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে করছাড়ের সীমা বাড়িয়ে ২৫ লাখ টাকা হয়েছে। 

(Feed Source: hindustantimes.com)